Ajker Patrika

এবার প্রকাশ্যে জবি শিবিরের সভাপতি-সেক্রেটারি

জবি প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১০: ৩৪
এবার প্রকাশ্যে জবি শিবিরের সভাপতি-সেক্রেটারি

ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর এবার প্রকাশ্যে এসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি, সেক্রেটারি ও প্রচার সম্পাদক। গতকাল শুক্রবার রাতে ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় নামে এক ফেসবুক পেজে শিবিরের প্রচার সম্পাদক মো. ইব্রাহীম আলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বে আছেন বিশ্ববিদ্যালয় ২০১৫-১৬ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী ইকবাল হোসেন ও সেক্রেটারি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসাদুল ইসলাম। 

‘মনগড়া সংবাদ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনসমূহের অপব্যাখ্যা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করায়’ দৈনিক সংবাদে প্রকাশিত প্রতিবেদনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জবি ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম সংবলিত এক বিবৃতি প্রকাশ করেন তাঁরা। 

বিবৃতিতে বলা হয়, ‘সাধারণ ছাত্রদের শিবির ট্যাগ দেওয়ার যে অভিযোগ আনা হয়েছে, সেটি একটি চরম মিথ্যাচার। আওয়ামী শাসনামলে ছাত্রলীগ কর্তৃক ক্যাম্পাসে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে ছাত্রশিবির। বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে ছাত্রশিবিরের ভাইদের কোণঠাসা করে রাখা হয়েছে। মামলা-হামলা করে শিবিরের জনশক্তিকে হয়রানি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখার অনেক দায়িত্বশীল ভাইয়ের ছাত্রত্ব অবৈধভাবে বাতিল করা হয়েছে এবং অনেক ভাই ছাত্রলীগের রোষানলে পড়ে অনার্স-মাস্টার্স শেষ করতে পারেননি। সুতরাং, সাধারণ ছাত্রদের শিবিরের কর্মীদের দ্বারা শিবির ট্যাগ দেওয়ার অভিযোগটি সম্পূর্ণ অযৌক্তিক এবং প্রকাশ্য মিথ্যাচার।’ 

ছাত্রশিবিরের সভাপতি ইকবাল হোসেন বলেন, ‘আমাদের এটা আসলে আত্মপ্রকাশ না, অনেক আগে থেকেই আমাদের কার্যক্রম চলছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি, ট্রেজারারসহ প্রশাসনের সবাই আমাদের ব্যাপারে অবগত ছিলেন। আমাদের কমিটি বছরের শুরুতেই দেওয়া হয়। বাকিরাও খুব শিগগিরই সামনে আসবে। আমরা তাদের নাম, সেশন, ডিপার্টমেন্টসহ কমিটির প্যাডে প্রকাশ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত