নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসন্ন ঈদুল ফিতরে রেলের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে আজ শুক্রবার। তবে সেই চিরচেনা কমলাপুর রেলওয়ে স্টেশনের চিত্র বদলে গেছে। শতভাগ টিকিট অনলাইনে বিক্রির কারণে স্টেশনে টিকিটের কোনো লাইন নেই, নেই রাতভর অপেক্ষা।
আজ কমলাপুরে গিয়ে দেখা যায়, টিকিট যাঁরা কিনতে এসেছেন তাঁরা সবাই নিয়মিত যাত্রী। আজ পাওয়া যাচ্ছে ১৭ এপ্রিলের অগ্রিম টিকিট। আজ অনেকেই স্টেশনে এসেছেন না জেনে। এমন একজন পঞ্চগড়ের জয়নাল আবেদীন। তিনি বলেন, ‘আমি মূর্খ মানুষ। আমি তো জানি না। টিকিট কাটতে এসে দেখি সব নেটে নিতে হবে।’
স্টেশনে অনেকেই এসেছেন অগ্রিম টিকিট নিতে। কেউ কেউ অনলাইনে নির্দিষ্ট রুটের টিকিট না পেয়ে ক্ষোভ ঝাড়ছেন। দিনাজপুরের কেয়া পারভীন বলেন, তিনি দিনাজপুর যাবেন, তবে নিবন্ধন করে টিকিট কাটতে গিয়ে দেখতে পান টিকিট নেই। তাই স্টেশনে এসেছেন। এখানে এসেও টিকিট পাননি। কেয়ার প্রশ্ন, ‘এভাবে সব অনলাইনে হলে আমি কার সঙ্গে কথা বলব?’
কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার আজকের পত্রিকাকে বলেন, প্রতিদিন রেলের টিকিট রয়েছে ২৫ হাজার ৭৭৮টি। সকাল ৮টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। ২ ঘণ্টায় ১৪ হাজার টিকিট বিক্রি হয়েছে। শুক্রবার সকাল ৯টা ২৫ পর্যন্ত পূর্বাঞ্চলের বিভিন্ন জেলার ১১ হাজারের বেশি টিকিট বিক্রি বাকি আছে। তিনি বলেন, রেলে চাহিদার তুলনায় টিকিট একটু ঘাটতি আছে। তবে অবিক্রীত টিকিট আজ বিক্রি না হলেও পরদিন বিক্রি হবে। যাঁরা অনলাইনে টিকিট কাটা বোঝেন না, তাঁদের জন্য লোকাল বা অন্যভাবে গন্তব্যে যাওয়ার পরামর্শ দিয়েছেন এই স্টেশন ম্যানেজার। তিনি আরও জানান, এখন পর্যন্ত সার্ভারে কোনো জটিলতা নেই।
রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এবার আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট ১৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত শতভাগ অনলাইন বা মোবাইল অ্যাপের মাধ্যমে কেনা যাবে। আজ ও আগামী ৮, ৯, ১০ ও ১১ এপ্রিল বিক্রি হবে যথাক্রমে ১৭, ১৮, ১৯, ২০ ও ২১ এপ্রিলের টিকিট। আর ঈদের ফেরত যাত্রার টিকিট বিক্রি করা হবে ১৫ এপ্রিল থেকে। ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ ও ২০ এপ্রিল বিক্রি করা হবে যথাক্রমে ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ এপ্রিলের টিকিট।
টিকিট কিনতে রেলওয়ে টিকিটিং ওয়েব পোর্টাল ‘রেল সেবা’ অ্যাপ বা যেকোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট বা জন্মনিবন্ধন যাচাইপূর্বক রেজিস্ট্রেশন করতে হবে। একসঙ্গে দুইয়ের অধিক যাত্রীর টিকিট কিনতে হলে সবার নাম উল্লেখ করে দিতে হবে।
আসন্ন ঈদুল ফিতরে রেলের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে আজ শুক্রবার। তবে সেই চিরচেনা কমলাপুর রেলওয়ে স্টেশনের চিত্র বদলে গেছে। শতভাগ টিকিট অনলাইনে বিক্রির কারণে স্টেশনে টিকিটের কোনো লাইন নেই, নেই রাতভর অপেক্ষা।
আজ কমলাপুরে গিয়ে দেখা যায়, টিকিট যাঁরা কিনতে এসেছেন তাঁরা সবাই নিয়মিত যাত্রী। আজ পাওয়া যাচ্ছে ১৭ এপ্রিলের অগ্রিম টিকিট। আজ অনেকেই স্টেশনে এসেছেন না জেনে। এমন একজন পঞ্চগড়ের জয়নাল আবেদীন। তিনি বলেন, ‘আমি মূর্খ মানুষ। আমি তো জানি না। টিকিট কাটতে এসে দেখি সব নেটে নিতে হবে।’
স্টেশনে অনেকেই এসেছেন অগ্রিম টিকিট নিতে। কেউ কেউ অনলাইনে নির্দিষ্ট রুটের টিকিট না পেয়ে ক্ষোভ ঝাড়ছেন। দিনাজপুরের কেয়া পারভীন বলেন, তিনি দিনাজপুর যাবেন, তবে নিবন্ধন করে টিকিট কাটতে গিয়ে দেখতে পান টিকিট নেই। তাই স্টেশনে এসেছেন। এখানে এসেও টিকিট পাননি। কেয়ার প্রশ্ন, ‘এভাবে সব অনলাইনে হলে আমি কার সঙ্গে কথা বলব?’
কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার আজকের পত্রিকাকে বলেন, প্রতিদিন রেলের টিকিট রয়েছে ২৫ হাজার ৭৭৮টি। সকাল ৮টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। ২ ঘণ্টায় ১৪ হাজার টিকিট বিক্রি হয়েছে। শুক্রবার সকাল ৯টা ২৫ পর্যন্ত পূর্বাঞ্চলের বিভিন্ন জেলার ১১ হাজারের বেশি টিকিট বিক্রি বাকি আছে। তিনি বলেন, রেলে চাহিদার তুলনায় টিকিট একটু ঘাটতি আছে। তবে অবিক্রীত টিকিট আজ বিক্রি না হলেও পরদিন বিক্রি হবে। যাঁরা অনলাইনে টিকিট কাটা বোঝেন না, তাঁদের জন্য লোকাল বা অন্যভাবে গন্তব্যে যাওয়ার পরামর্শ দিয়েছেন এই স্টেশন ম্যানেজার। তিনি আরও জানান, এখন পর্যন্ত সার্ভারে কোনো জটিলতা নেই।
রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এবার আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট ১৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত শতভাগ অনলাইন বা মোবাইল অ্যাপের মাধ্যমে কেনা যাবে। আজ ও আগামী ৮, ৯, ১০ ও ১১ এপ্রিল বিক্রি হবে যথাক্রমে ১৭, ১৮, ১৯, ২০ ও ২১ এপ্রিলের টিকিট। আর ঈদের ফেরত যাত্রার টিকিট বিক্রি করা হবে ১৫ এপ্রিল থেকে। ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ ও ২০ এপ্রিল বিক্রি করা হবে যথাক্রমে ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ এপ্রিলের টিকিট।
টিকিট কিনতে রেলওয়ে টিকিটিং ওয়েব পোর্টাল ‘রেল সেবা’ অ্যাপ বা যেকোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট বা জন্মনিবন্ধন যাচাইপূর্বক রেজিস্ট্রেশন করতে হবে। একসঙ্গে দুইয়ের অধিক যাত্রীর টিকিট কিনতে হলে সবার নাম উল্লেখ করে দিতে হবে।
সাতক্ষীরায় অপরিপক্ব এক ট্রাক আম বাজারজাতের চেষ্টাকালে জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কে এই অভিযান চালানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ট্রাকে অপরিপক্ব আমের বিষয়টি শনাক্ত করেন। পরে তাঁরা আমবাহী একটি ট্রাক
৩০ মিনিট আগেরাজধানীর হাতিরঝিলে যুবদল কর্মী মো. আরিফ সিকদার হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ও শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ‘শুটার’ মাহফুজুর রহমান বিপুকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শনিবার সন্ধ্যায় র্যাব-৩–এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য
৩২ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাসুদ পারভেজের কক্ষে ঢুকে তাঁর ল্যাপটপ ভাঙচুর করেছেন এক জুনিয়র কনসালট্যান্ট। এ সময় তিনি তত্ত্বাবধায়কে মারতেও উদ্যত হন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে হাসপাতালের পুরোনো ভবনের দ্বিতীয় তলায় তত্ত্বাবধায়কের কক্ষে এই ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীর হামলায় সহকারী ছাত্রবিষয়ক পরিচালক হাসান মাহমুদ গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বাংলা ২০১৮ ব্যাচের ছাত্র নোমানের ছাত্রত্ব সাময়িক স্থগিত ও ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তা ছাড়া স্নাতক পর্যায়ের সনদ স্থগিত ও তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের সিদ্ধান্ত
৩৫ মিনিট আগে