Ajker Patrika

জাপা মহাসচিব চুন্নুর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১৯: ০২
জাপা মহাসচিব চুন্নুর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

উচ্চ আদালতের বিচারপতিদের যোগ্যতা নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়েছে।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কামরুল ইসলাম আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন।

আবেদনের পক্ষের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব ও মাহবুবুর রহমান খান বলেন, আগামীকাল বুধবার চেম্বার আদালতে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে। আবেদনে জাপা মহাসচিবকে আদালতে সশরীরে হাজির করে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশনা চাওয়া হয়েছে বলে জানান মামুন মাহবুব।

আবেদনে বলা হয়, গত ১১ নভেম্বর জাতীয় পার্টির বনানী কার্যালয়ের এক অনুষ্ঠানে দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু উচ্চ আদালতের বিচারপতি নিয়োগের প্রক্রিয়া নিয়ে কথা বলেন। এ সময় তিনি নিয়োগকৃতদের যোগ্যতা নিয়েও কটু মন্তব্য করেন বলে আবেদনে উল্লেখ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত