Ajker Patrika

মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ারি দিলেন নতুন অর্থ প্রতিমন্ত্রী

সাভার (ঢাকা) প্রতিনিধি
মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ারি দিলেন নতুন অর্থ প্রতিমন্ত্রী

বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, তাই অর্থ মন্ত্রণালয় থাকবে দুর্নীতি মুক্ত। এই মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি দুর্নীতি করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নতুন অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়শা খান।

আজ শনিবার দুপুরে সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়শা খান বলেন, বর্তমান সরকার অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশের অর্থনীতি ভালো না থাকলেও বাংলাদেশের অর্থনীতি অনেক ভালো অবস্থানে রয়েছে। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার, সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খানও শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

সকালে সড়ক পথে নতুন ৭ প্রতিমন্ত্রী স্মৃতিসৌধে এসে পৌঁছালে তাদেরকে স্বাগত জানান ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার গণপূর্ত বিভাগ-১ এর উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমানসহ আরও অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত