Ajker Patrika

জাবিতে ভর্তি আবেদন শুরু ৯ মে, ফরমের মূল্য অপরিবর্তিত

জাবি প্রতিনিধি
আপডেট : ২৩ মার্চ ২০২৩, ২২: ১২
জাবিতে ভর্তি আবেদন শুরু ৯ মে, ফরমের মূল্য অপরিবর্তিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হবে আগামী ৯ মে। চলবে ৩১ মে পর্যন্ত। এবারের ভর্তি আবেদনে বাড়ছে না ফরমের মূল্য। 

গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলমের নেতৃত্বে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি নিয়ে এখনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। 

এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব আবু হাসান। 

আবু হাসান আরও জানান, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হবে ১৬ জুন থেকে ২৪ জুন পর্যন্ত। এবার ভর্তি পরীক্ষার আবেদন ফি অপরিবর্তিত থাকবে। তবে ভর্তি পরীক্ষার আবেদন ও ভর্তি পরীক্ষা গ্রহণের সময়সীমা নিয়ে আলোচনা হয়েছে। 

তিনি বলেন, এবার আইবিএ আলাদা ইউনিট এবং নাটক ও নাট্যতত্ত্বের সঙ্গে চারুকলা আলাদা ইউনিটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় এবার ৫টি ইউনিটের স্থলে ৭টি ইউনিটে পরীক্ষা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত