Ajker Patrika

সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথে নিরাপত্তা জোরদার: র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৭: ০২
সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথে নিরাপত্তা জোরদার: র‍্যাব

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। একই দিন আওয়ামী লীগসহ অন্য কয়েকটি দলেরও কর্মসূচি রয়েছে। এমন পরিস্থিতিতে যেকোনো ধরনের নাশকতা এড়াতে ঢাকার প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। 

আজ বুধবার দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। 

এক প্রশ্নের জবাবে খন্দকার আল মঈন বলেন, ‘আগামীকাল কয়েকটি রাজনৈতিক দল ঢাকায় সমাবেশ করবে। যার প্রেক্ষিতে সার্বিকভাবে ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত প্যাট্রলিং করব, চেকপোস্ট স্থাপন করে নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে র‍্যাব। মহাসমাবেশকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সেদিকে খেয়াল রাখা হবে।’ 

মঈন বলেন, ‘ঢাকার প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে, যাতে কেউ অবৈধ অস্ত্র নিয়ে বা নাশকতা সৃষ্টির মতো কোনো ধরনের সামগ্রী নিয়ে প্রবেশ করতে না পারে। চেকপোস্ট স্থাপন করে প্রবেশদ্বারে নিরাপত্তা জোরদার করা হবে।’ 

খন্দকার মঈন আরও বলেন, ‘আমরা সাইবার প্যাট্রলিং করব। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের অপপ্রচারের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি যেন কেউ না করতে পারে, সেদিকে আমাদের নজরদারি থাকবে।’ 

অপর এক প্রশ্নের জবাবে মঈন বলেন, গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলগুলো সভা-সমাবেশ করবে, কিন্তু তারা মানুষের ভোগান্তির বিষয়গুলো বিবেচনায় নিয়ে করলে ভালো হয়। কারণ, বন্ধের দিনে এ ধরনের কর্মসূচিতে মানুষের ভোগান্তি কম হয়। 

পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র এনে বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহৃত হয় জানিয়ে মঈন বলেন, ‘এ বিষয়ে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। যখনই তথ্য পাই আমাদের অভিযান চালানো হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত