Ajker Patrika

ডেন্টাল চেম্বারে যেতে ভয় পান হিজড়ারা

আপডেট : ২৫ জুন ২০২২, ১৯: ৪৫
ডেন্টাল চেম্বারে যেতে ভয় পান হিজড়ারা

‘দাঁতের সমস্যা তো হয়-ই! মাড়ি ফুইলা যায়, রক্ত পড়ে, কখনো ঘা ও হইয়া যায়। কাউরে কিছু কইতেও পারি না। ডেন্টাল চেম্বারে যাইতেও ভয় পাই, লজ্জাও পাই।’ আজ রাজধানীর কাকরাইলে হিজড়া জনগোষ্ঠীর জন্য আয়োজিত ডেন্টাল ক্যাম্পে এসব কথা বলেন তৃতীয় লিঙ্গের লিনিয়া শাম্মী।

দাঁতের সুরক্ষা নিয়ে কাজ করা ডেন্টাল পেশাজীবীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘টুথ ফেইরি ফাউন্ডেশন’ আয়োজিত এই ডেন্টাল ক্যাম্পে প্রায় ৫০ জন হিজড়া বিনা মূল্যে দাঁতের সেবা পান। তাঁরা তাঁদের দাঁতের রোগ সংক্রান্ত নানা সমস্যার কথা তুলে ধরেন। ১০ জন অভিজ্ঞ ডেন্টাল সার্জন এই ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন। আয়োজনের সহযোগী ছিল ‘বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’। হিজড়াদের নিয়ে এ দেশে আয়োজিত প্রথম ডেন্টাল ক্যাম্প এটি।

সংগঠনটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

টুথ ফেইরি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আলভী রহমান বলেন, ‘হিজড়া ও ট্রান্সজেন্ডার আমাদের জনগোষ্ঠীর অবিচ্ছেদ্য অংশ। টুথ ফেইরি ফাউন্ডেশন মুখ ও দাঁতের পরিচ্ছন্নতায় সামগ্রিক জনসচেতনতা তৈরিতে দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করছে যা এই গোষ্ঠীকে বাদ রেখে কখনোই সম্ভব নয়।’

বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক শালে আহমেদ বলেন, ‘হিজড়া ও ট্রান্সজেন্ডারদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সব সময় অবহেলিত। অর্থনৈতিকভাবেও তাঁরা বঞ্চিত। ফলে তাঁদের মধ্যে নানা রকম ভয় ও সংকোচ কাজ করে। এমনকি পেশাজীবীদের মধ্যেও হিজড়াদের নিয়ে নানা রকম ভুল ধারণা রয়েছে। যেহেতু ‘বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’ হিজড়াদের স্বাস্থ্য উন্নয়ন নিয়ে কাজ করছে, আমরা মনে করি ওরাল হেলথ ও স্বাস্থ্যসেবার অন্তর্ভুক্ত। এই ক্যাম্পের মাধ্যমে হিজড়া জনগোষ্ঠী তাঁদের দাঁত ও মুখগহ্বরের ব্যাপারে আরও সচেষ্ট এবং যত্নশীল হবে।’

ডেন্টাল ক্যাম্পে প্রায় ৫০ জন হিজড়াকে বিনা মূল্যে দাঁতের সেবা দেওয়া হয়।‘টুথ ফেইরি ফাউন্ডেশনের’ কনসালট্যান্ট ও সেমিনারের সঞ্চালক ডাক্তার সাবিকুন নাহার সুমি বলেন, ‘আমাদের দেশে হিজড়া জনগোষ্ঠীর ওরাল হেলথ নিয়ে কোনো গবেষণা নেই। আমরা চাই এ বিষয়ে বৃহৎ পরিসরে গবেষণা ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকুক। দাঁত ও মুখগহ্বরের স্বাস্থ্য নিয়ে তাঁদের অসচেতনতা ও ডাক্তারের কাছে যেতে যে ভীতি, সেটিও দূর করা আমাদের লক্ষ।’

এ সময় টুথ ফেইরি ফাউন্ডেশনের সঙ্গে জড়িত সব ডেন্টাল সার্জনের চেম্বারে হিজড়াদের জন্য বিশেষ হেলথ কার্ড ও স্বল্প মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন ক্যাম্পে অংশগ্রহণকারী সার্জনরা। বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি মেডিপ্লাসের সৌজন্যে দাঁতের বিভিন্ন সুরক্ষাসামগ্রী প্রদান করা হয়। 

প্রসঙ্গত, কয়েকজন ডেন্টাল সার্জনের উদ্যোগে প্রতিষ্ঠিত টুথ ফেইরি ফাউন্ডেশন ২০১২ সাল থেকে দাঁতের যত্ন-সংক্রান্ত সামাজিক সচেতনতা নিয়ে কাজ করছে। সংগঠনটি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মুখগহ্বরের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত