Ajker Patrika

ইভ্যালির রাসেলের এক দিনে ৯ মামলায় জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৭: ০৩
ইভ্যালির রাসেলের এক দিনে ৯ মামলায় জামিন

প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রাহকদের দায়ের করা ৯টি মামলায় গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে জামিন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারকেরা পৃথক পৃথক মামলায় এই জামিন দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার বাদী ও গ্রাহকদের সঙ্গে আপসের শর্তে এসব জামিন দেওয়া হয়। এর আগে শুনানিতে রাসেলের পক্ষের আইনজীবীরা আদালতকে জানান, রাসেল মুক্তি পাওয়ার পর গ্রাহকদের সঙ্গে আপস-মীমাংসা করবেন। পাওনাদারদের টাকা তিনি দিয়ে দেবেন।

এর আগেও কয়েকটি মামলায় রাসেলকে জামিন দেওয়া হয়েছে। আরও মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না।

গত ১৬ সেপ্টেম্বর বিকেল ৪টায় রাজধানীর মোহাম্মদপুরে ইভ্যালির এমডি রাসেলের বাসায় অভিযান চালায় র‍্যাব। অভিযান শেষে বিকেল ৫টা ২০ মিনিটে এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

আগের দিন মধ্যরাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকার বাসিন্দা মো. আরিফ বাকেরের দায়ের করা একটি প্রতারণার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ইভ্যালির রাসেল দম্পতিসহ অন্যদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত