চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ৫০০ গজ দূরে ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই প্রবাসীর গাড়ি ডাকাতির ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৪ আন্তজেলা ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময়ে লুণ্ঠিত কিছু মালপত্র ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও অস্ত্র উদ্ধার করা হয়। একই ডাকাত দল ওই দুই ডাকাতিতে জড়িত ছিল।
পৃথক অভিযানে হাইওয়ে পুলিশ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আরও আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকেও একটি পিকআপ ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আজ বুধবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
ওসি জানান, গত ২৭ ফেব্রুয়ারি মহাসড়কের চৌদ্দগ্রামের ফাল্গুনকরা মাজার নামক স্থানে কুয়েতপ্রবাসী নাইমুল ইসলামের গাড়িতে ডাকাতি হয়। এর ৪৮ ঘণ্টা পর ১ মার্চ একই কায়দায় একই জায়গায় মালয়েশিয়াপ্রবাসী বেলায়েত হোসেনের গাড়িতে ডাকাতি হয়। এই দুটি ঘটনায় দুটি মামলা করেন ভুক্তভোগী প্রবাসীরা। এরপর পুলিশ ঘটনাস্থলের পাশের মহাসড়কের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। ফুটেজে দেখা যায়, দুটি ডাকাতির ঘটনায় একই পিকআপ ব্যবহার করে ডাকাতি করা হয়। জড়িতরাও একই ডাকাত দলের সদস্য। পরে তথ্যপ্রযুক্তির সহয়তায় গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে চাঁদপুর, চান্দিনা ও নোয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আন্তজেলা ডাকাত দলের সদস্যরা হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার মনপুরা গ্রামের মো. আবদুল হান্নান (৩৫), লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা গ্রামের মো. শরীফ হোসেন (৪৫) এবং কুমিল্লার চান্দিনা উপজেলার নূরপুর গ্রামের মো. আলা উদ্দিন (৩৫), জোরপুকুরিয়া গ্রামের নজরুল ইসলাম (৬০)।
গ্রেপ্তার ডাকাতদের কাছ থেকে একটি পিকআপ, লুট করে নেওয়া ১৬ কুয়েতি দিনার, ৮০ মালয়েশিয়ান রিঙ্গিত ও একটি কম্বল উদ্ধার করা হয়। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত ২টি কিরিচ, ২টি রামদা, ২টি চায়নিজ কুড়াল, একটি লোহার শাবল উদ্ধার করা হয়।
ওসি হিলাল উদ্দিন আরও জানান, বিমানবন্দরে তাঁদের নিজস্ব সোর্স থাকে। সোর্সের মাধ্যমে তাঁরা প্রবাসীদের গাড়ির তথ্য সংগ্রহ করেন। মহাসড়কের মেঘনা টোল প্লাজা থেকে প্রবাসীদের গাড়ির পিছু নেওয়া হয়। নির্জন স্থানে পিকআপ দিয়ে প্রবাসীদের বহন করা গাড়ি ব্যারিকেড দেয় এবং ডাকাতি করে।
অপরদিকে, মঙ্গলবার রাতে মহাসড়কের চৌদ্দগ্রামের মীরশ্বানী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে হাইওয়ে পুলিশ আন্তজেলা ডাকাত দলের আরও ৩ সদস্যকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন জেলার দাউদকান্দি উপজেলার রায়পুর গ্রামের মো. আশরাফ (৩৬); একই এলাকার মো. সুমন মিয়া (৩০) ও সদর দক্ষিণ উপজেলার মো. ইয়াছিন (১৯)।
হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম বলেন, পিকআপ ভ্যানে করে মহাসড়কের মীরশ্বানী এলাকায় ঢাকামুখী লেনের ওপর ডাকাতি করার প্রস্তুতি নেওয়ার সময় পিকআপসহ ৩ জনকে আটক করা হয়। অজ্ঞাতনামা ৬-৭ জন পালিয়ে যায়। আটক ডাকাতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ৫০০ গজ দূরে ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই প্রবাসীর গাড়ি ডাকাতির ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৪ আন্তজেলা ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময়ে লুণ্ঠিত কিছু মালপত্র ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও অস্ত্র উদ্ধার করা হয়। একই ডাকাত দল ওই দুই ডাকাতিতে জড়িত ছিল।
পৃথক অভিযানে হাইওয়ে পুলিশ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আরও আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকেও একটি পিকআপ ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আজ বুধবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
ওসি জানান, গত ২৭ ফেব্রুয়ারি মহাসড়কের চৌদ্দগ্রামের ফাল্গুনকরা মাজার নামক স্থানে কুয়েতপ্রবাসী নাইমুল ইসলামের গাড়িতে ডাকাতি হয়। এর ৪৮ ঘণ্টা পর ১ মার্চ একই কায়দায় একই জায়গায় মালয়েশিয়াপ্রবাসী বেলায়েত হোসেনের গাড়িতে ডাকাতি হয়। এই দুটি ঘটনায় দুটি মামলা করেন ভুক্তভোগী প্রবাসীরা। এরপর পুলিশ ঘটনাস্থলের পাশের মহাসড়কের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। ফুটেজে দেখা যায়, দুটি ডাকাতির ঘটনায় একই পিকআপ ব্যবহার করে ডাকাতি করা হয়। জড়িতরাও একই ডাকাত দলের সদস্য। পরে তথ্যপ্রযুক্তির সহয়তায় গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে চাঁদপুর, চান্দিনা ও নোয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আন্তজেলা ডাকাত দলের সদস্যরা হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার মনপুরা গ্রামের মো. আবদুল হান্নান (৩৫), লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা গ্রামের মো. শরীফ হোসেন (৪৫) এবং কুমিল্লার চান্দিনা উপজেলার নূরপুর গ্রামের মো. আলা উদ্দিন (৩৫), জোরপুকুরিয়া গ্রামের নজরুল ইসলাম (৬০)।
গ্রেপ্তার ডাকাতদের কাছ থেকে একটি পিকআপ, লুট করে নেওয়া ১৬ কুয়েতি দিনার, ৮০ মালয়েশিয়ান রিঙ্গিত ও একটি কম্বল উদ্ধার করা হয়। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত ২টি কিরিচ, ২টি রামদা, ২টি চায়নিজ কুড়াল, একটি লোহার শাবল উদ্ধার করা হয়।
ওসি হিলাল উদ্দিন আরও জানান, বিমানবন্দরে তাঁদের নিজস্ব সোর্স থাকে। সোর্সের মাধ্যমে তাঁরা প্রবাসীদের গাড়ির তথ্য সংগ্রহ করেন। মহাসড়কের মেঘনা টোল প্লাজা থেকে প্রবাসীদের গাড়ির পিছু নেওয়া হয়। নির্জন স্থানে পিকআপ দিয়ে প্রবাসীদের বহন করা গাড়ি ব্যারিকেড দেয় এবং ডাকাতি করে।
অপরদিকে, মঙ্গলবার রাতে মহাসড়কের চৌদ্দগ্রামের মীরশ্বানী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে হাইওয়ে পুলিশ আন্তজেলা ডাকাত দলের আরও ৩ সদস্যকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন জেলার দাউদকান্দি উপজেলার রায়পুর গ্রামের মো. আশরাফ (৩৬); একই এলাকার মো. সুমন মিয়া (৩০) ও সদর দক্ষিণ উপজেলার মো. ইয়াছিন (১৯)।
হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম বলেন, পিকআপ ভ্যানে করে মহাসড়কের মীরশ্বানী এলাকায় ঢাকামুখী লেনের ওপর ডাকাতি করার প্রস্তুতি নেওয়ার সময় পিকআপসহ ৩ জনকে আটক করা হয়। অজ্ঞাতনামা ৬-৭ জন পালিয়ে যায়। আটক ডাকাতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
খুলনায় মেস বাসা থেকে তিসা (১৯) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর বয়রা এলাকার একটি ৫ তলা ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়।
৬ মিনিট আগেআজ ২০ আগস্ট বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৪ তম মৃত্যুবার্ষিকী। মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে দেশের সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করে।
৩৫ মিনিট আগেএক সময়ে পথে পথে ছুটে চলা ‘লেইস ফিতা ফেরিওয়ালারা’ আজ হারিয়ে যেতে বসেছে। শহর ও গ্রামের রাস্তায় রাস্তায় বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে নারীদের শখের সাজসজ্জার জিনিস বিক্রি করতে এখন আর দেখা যায় না। আধুনিকতার ছোঁয়ায় আজ তা বিলুপ্তির পথে।
১ ঘণ্টা আগেচাঁদপুর শহরের একমাত্র বাইপাস সড়ক হচ্ছে ‘চাঁদপুর-ফরিদগঞ্জ বাইপাস সড়ক’। শহরের যানজট নিরসনে দেড় কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি ব্যবহার হলেও দীর্ঘ দিন সংস্কার না করায় এখন মরণ ফাঁদে ফরিণত হয়েছে। সড়কজুড়ে গর্ত সৃষ্টি হয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ফলে চরম ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী।
১ ঘণ্টা আগে