Ajker Patrika

ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ 

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১৩: ২৬
ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ 

ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলে জয়া কুণ্ড (২৪) নামে এক মেডিকেলশিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে ওই শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কলেজের ডা. আলীম চৌধুরী হলের তিনতলায় ৪৫ নম্বর রুমে তিনি গলায় ফাঁস দেন। 

শিক্ষার্থীর রুমমেট পৃথুলা রায় বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের (কে-৭৬) সেশনের শিক্ষার্থী ছিল জয়া। কলেজের ডা. আলীম চৌধুরী হলের তিনতলার ৪৫ নম্বর রুমে জয়া কুণ্ড, লাবণী রায়সহ তিনজন থাকি।’ 

পৃথুলা আরও বলেন, ‘সকালে লাবণী বের হয়ে যায়। সকাল ১০টার সময় জয়াকে রুমে রেখে আমিও বের হই। সকাল সাড়ে ১০টার দিকে জানতে পারি জয়া রুমে গলায় ফাঁস দিয়েছে। তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।’

পৃথুলা জানান, জয়া অনেক দিন যাবৎ ডিপ্রেশনে ভুগছিলেন। বিভিন্ন জায়গায় তাঁর কাউন্সেলিং হচ্ছিল। গতকালও তাঁর নতুন চিকিৎসক দ্বারা কাউন্সেলিং হয়। 

জয়ার মৃত্যুর সংবাদ পেয়ে সহপাঠী, শিক্ষার্থী, ও কলেজের অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষক হাসপাতালের জরুরি বিভাগে আসেন। সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানা-পুলিশকে অবহিত করা হয়েছে। 

জয়ার ভাই পার্থ কুণ্ড বলেন, ‘আমি নিজে বুয়েটে পড়ি। বোনের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে এসেছি। আমাদের বাড়ি খুলনা সদর কুয়েট রোড, ফুলবাড়ি গেট এলাকায়। বাবা গিরিন্দ্রনাথ কুণ্ড।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত