নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমে আসলেও এখনো দিনে দুই শতাধিক রোগী শনাক্ত হচ্ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২০৪ জন। এদের মধ্যে ১৯৪ জনই রাজধানীতে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এই চিত্র দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে সাত দিনে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬৬১ জন। গত শুক্রবার শনাক্ত হয়েছিল ২১৪ জন। তাদের মধ্যে ২১১ জনই রাজধানীর। আর এর আগেরদিন ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছিল ২১৮ জন। এর আগেরদিন শনাক্ত ছিল ২৩৭ জন। এর আগের দিন শনাক্ত ছিল ২৬৪ জন।
গত শুক্রবার সকাল আটটা থেকে গতকাল শনিবার সকাল আটটা পর্যন্ত দেশে ডেঙ্গু রোগী ভর্তি হন ২০৪ জন। এদের মধ্যে ১৯৪ জন রাজধানী ঢাকায়। গতকাল শনিবার পর্যন্ত রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নতুন রোগী ভর্তি হন ৩২ জন, শিশু হাসপাতালে ১৮ জন, সম্মিলিত সামরিক হাসপাতাল–সিএমএইচে ৭ জন, কুর্মিটোলায় তিনজন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একজন রোগী ভর্তি হয়েছেন।
রাজধানীতে ডেঙ্গু শনাক্ত হওয়া ১৯৪ জন রোগীর মধ্যে ৬০ জন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। আর অবশিষ্ট ১৩৪ জনই বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি হন ৪ হাজার ৩১৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ হাজার ৩১২ জন। দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৯৯৭ জন। এদের মধ্যে রাজধানীর ৪১টি সরকারি–বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৯৫৮ জন এবং ঢাকার বাইরে ভর্তি রয়েছেন ৩৯ জন।
দেশে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমে আসলেও এখনো দিনে দুই শতাধিক রোগী শনাক্ত হচ্ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২০৪ জন। এদের মধ্যে ১৯৪ জনই রাজধানীতে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এই চিত্র দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে সাত দিনে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬৬১ জন। গত শুক্রবার শনাক্ত হয়েছিল ২১৪ জন। তাদের মধ্যে ২১১ জনই রাজধানীর। আর এর আগেরদিন ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছিল ২১৮ জন। এর আগেরদিন শনাক্ত ছিল ২৩৭ জন। এর আগের দিন শনাক্ত ছিল ২৬৪ জন।
গত শুক্রবার সকাল আটটা থেকে গতকাল শনিবার সকাল আটটা পর্যন্ত দেশে ডেঙ্গু রোগী ভর্তি হন ২০৪ জন। এদের মধ্যে ১৯৪ জন রাজধানী ঢাকায়। গতকাল শনিবার পর্যন্ত রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নতুন রোগী ভর্তি হন ৩২ জন, শিশু হাসপাতালে ১৮ জন, সম্মিলিত সামরিক হাসপাতাল–সিএমএইচে ৭ জন, কুর্মিটোলায় তিনজন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একজন রোগী ভর্তি হয়েছেন।
রাজধানীতে ডেঙ্গু শনাক্ত হওয়া ১৯৪ জন রোগীর মধ্যে ৬০ জন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। আর অবশিষ্ট ১৩৪ জনই বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি হন ৪ হাজার ৩১৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ হাজার ৩১২ জন। দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৯৯৭ জন। এদের মধ্যে রাজধানীর ৪১টি সরকারি–বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৯৫৮ জন এবং ঢাকার বাইরে ভর্তি রয়েছেন ৩৯ জন।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১২ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১৩ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
৩০ মিনিট আগে