Ajker Patrika

অভিমানী মেয়েকে বাবা-মার কাছে ফিরিয়ে দিল ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অভিমানী মেয়েকে বাবা-মার কাছে ফিরিয়ে দিল ট্রাফিক পুলিশ

তখনও ভোরের আলো ফোটেনি। বাবা-মার ওপর অভিমান করে ছোট্ট মেয়েটি বাসা থেকে পালিয়ে আসে চন্দ্রা মোড় থেকে সোজা মহাখালী বাস টার্মিনাল। এর আগে কখনো সে ঢাকা আসেনি। ফলে বাস থেকে নেমেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। পরে মহাখালী ট্রাফিক জোনের পুলিশ কর্মকর্তারা তাকে হেফাজত নেয়।

মহাখালী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার আশফাক আহমেদ বলেন, ‘রোববার সকালের দিকে মহাখালী বাস টার্মিনাল এলাকার সামনে মেয়েটিকে এলোমেলোভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। সেখানে উপস্থিত লোকজন মেয়েটিকে বাসে তুলে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় একজন পথচারী দায়িত্বরত ট্রাফিক সার্জেন্টকে জানান। তখন মেয়েটিকে মহাখালী ট্রাফিক জোন অফিসে নিয়ে আসা হয়।’

মেয়েটি পুলিশকে জানায়, তার নাম সানজিদা আক্তার রিমি। বয়স ১৩ বছর। বাড়ি গাজীপুরে কালিয়াকৈরে। পুলিশের সদস্যরা বলেন, তার বাবা-মার মোবাইল নম্বর সংগ্রহ করে তাৎক্ষণিক যোগাযোগ করা হয়। বাবা-মা ঢাকায় পৌঁছানোর পর মহাখালী ট্রাফিক অফিসে আসেন। মেয়েকে সুস্থ-স্বাভাবিক অবস্থায় ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা।

ট্রাফিক পুলিশের কর্মকর্তারা বলেন, বাবা-মা এবং সন্তানের মাঝে যেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে ব্যাপারে তাঁদের কাউন্সেলিং করা হয়েছে। বাবা লিখিত মুচলেকা দিয়ে মেয়েটিকে নিয়ে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত