Ajker Patrika

চিত্রশিল্পী মোস্তাফিজুল হকের ৬৮তম জন্মদিনে শিল্পী–সহকর্মীদের শুভেচ্ছা

চিত্রশিল্পী মোস্তাফিজুল হকের ৬৮তম জন্মদিনে শিল্পী–সহকর্মীদের শুভেচ্ছা

শান্ত–মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য শিশুচিত্র বিশেষজ্ঞ শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হকের ৬৮ তম জন্মদিন উদ্‌যাপন করেছে সুধীসমাজ। 

প্রিয় শিল্পীকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন প্রখ্যাত শিল্পী রফিকুন নবী, হাসেম খান, আবুল বারাক আলভি, শিশির ভট্টাচার্য, সংগীত শিল্পী ফরিদা পারভিন, আফজাল হোসেন, আহমেদ শামসুদ্দোহা, শেখ আফজাল, ব্যারিস্টার নাহিদ মোহতা ও কনকচাঁপা চাকমাসহ প্রখ্যাত শিল্পী, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিবর্গ এবং গুণগ্রাহীরা। 

শিল্পীর জন্মদিন উপলক্ষে গত ১৮ এপ্রিল ধানমন্ডির গ্যালারী চিত্রকে সেন্টার ফর চাইল্ড ক্রিয়েটিভিটি এক সুধী সমাবেশের আয়োজন করে। এ সময় প্রতিষ্ঠানটির পরিচালক এন. কে. কায়কোবাদ রানা ও গ্যালারি চিত্রকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিল্পীকে ফুলেল শুভেচ্ছা জানানোসহ কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করেন উপস্থিত অতিথি ও শিল্পীর পরিবারের সদস্যরা। 

জন্মদিনে শিল্পীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শান্ত–মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও শান্ত–মারিয়াম ফাউন্ডেশন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চেয়ারম্যান ডা. আহসানুল কবির, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ-ই-আলমসহ ট্রেজারার, রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টি, কর্মকর্তা ও কর্মচারীরা। 

বাংলাদেশে চিত্রকলা জগতে সুপরিচিত এই শিল্পী ১৯৫৭ সালের ১৮ এপ্রিল বাগেরহাট জেলার রামপালে জন্মগ্রহণ করেন। সম্প্রতি শিশু চিত্রাঙ্কন বিশেষজ্ঞ হিসেবে মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত