Ajker Patrika

গণ-অভ্যুত্থান নিয়ে আপত্তিকর পোস্ট, শিক্ষার্থীর চুল কেটে থানায় হস্তান্তর

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৬: ৪৯
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে কটাক্ষ করে ফেসবুকে মন্তব্য করায় এক শিক্ষার্থীর চুল কেটে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে কটাক্ষ করে ফেসবুকে মন্তব্য করায় এক শিক্ষার্থীর চুল কেটে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্য করায় এক শিক্ষার্থীর চুল কেটে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। ‎গত মঙ্গলবার রাতে টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী শাখার ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

‎ওই শিক্ষার্থীর নাম মেজবাহ উদ্দিন। তিনি মাদ্রাসাটির তিতুমীর হলে থাকতেন। আলিম পরীক্ষার্থী ছিলেন। ‎ঘটনার দুই দিন পর আজ বৃহস্পতিবার দুপুরে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, অভিযুক্ত শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই ‎গণ-অভ্যুত্থান নিয়ে ‎একটি আপত্তিকর পোস্ট দেন। এ ঘটনায় ওই এলাকার জনতা ও শিক্ষার্থীরা মেজবাহকে আটক করে। পরে তাঁকে মারধর করে মাথার চুল কেটে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই শিক্ষার্থীকে থানায় নিয়ে আসে। তাঁকে একটি মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানতে চাইলে ‎তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্রসংসদের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের দাবি ও নিরাপত্তা বিবেচনায় নিয়ে আমরা তাকে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করেছি।’

এ বিষয়ে ‎তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ হিফজুর রহমান বলেন, ‘বিষয়টি স্পর্শকাতর হওয়ায় আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমরা তাকে পুলিশের কাছে তুলে দিই। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কার্গো ভিলেজে আগুন: বিমানবন্দরের ভল্ট ভেঙে চুরি হলো ৭ আগ্নেয়াস্ত্র

আন্তর্জাতিক সালিসের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ-আদানি

বিচার বিভাগ: পদোন্নতির প্যানেলে ১১ শতাধিক কর্মকর্তা

দলীয় মনোনয়ন পছন্দ না হওয়ায় বিশৃঙ্খলা, বিএনপির ৪ নেতা বহিষ্কার

‘সাকিবের পোস্টার স্টেডিয়ামে ঢুকবে কি না, বিসিবির ডিসিপ্লিনারি কমিটি দেখবে’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ