Ajker Patrika

রাজধানীর জুরাইনে যুবককে কুপিয়ে হত্যা 

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১৬: ৪৮
রাজধানীর জুরাইনে যুবককে কুপিয়ে হত্যা 

রাজধানীর কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে কোনো একসময় এ ঘটনা ঘটে। আজ শনিবার দুপুরে পুলিশ গিয়ে পূর্ব জুরাইনের মিনাবাগ এলাকার ১ নম্বর আদর্শ সড়ক থেকে লাশ উদ্ধার করে। 

নিহত যুবকের নাম মাহবুব হোসেন (২৮)। তিনি যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকার কাজিরগাঁওয়ে বাস করতেন। 

তাঁর বাবার নাম হাছেন আলী। তাঁদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার জালাকান্দি এলাকায়। পাঁচ ভাই, এক বোনের মধ্যে সবার ছোট ছিল মাহবুব। 

মাহবুবের স্ত্রী আঁখি আক্তার বলেন, ‘মাহবুব যাত্রাবাড়ীর কোনাপাড়ার একটি জুতার দোকানে কাজ করত। গতকাল শুক্রবার বিকেলে এক নারী তাকে মোবাইল ফোনে কল দিয়ে আসতে বলে। এরপর সে আর বাসায় ফেরেনি। আমার স্বামীর অনেক শত্রু ছিল।’ 

মাহবুবের বড় বোন নাজমা বলেন, ‘আমার ভাইয়ের বউ অন্তঃসত্ত্বা। এ ছাড়া তার ছয় বছর বয়সের এক ছেলেসন্তান রয়েছে।’ 

এ ব্যাপারে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত