Ajker Patrika

সাংসদ টুকু নির্বাচনী এলাকা ছেড়েছেন কি না, ৪৮ ঘণ্টার মধ্যে জানানোর নির্দেশ  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৭: ০৫
সাংসদ টুকু নির্বাচনী এলাকা ছেড়েছেন কি না, ৪৮ ঘণ্টার মধ্যে জানানোর নির্দেশ  

নির্বাচনী এলাকায় গুরুত্বপূর্ণ ব্যক্তি তথা সাংসদ হিসেবে অবস্থান না করতে রিটার্নিং অফিসারের দেওয়া চিঠি কার্যকর হয়েছে কি না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তা জানাতে বলা হয়েছে। পাবনার বেড়া পৌরসভা নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল বাতেনের করা রিটের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন।

বেড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শামসুল হক টুকুর ছেলে আসিফ শামস। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন টুকুর ভাই আবদুল বাতেন। নির্বাচনে রয়েছেন ভাইয়ের মেয়ে সাদিয়া ইসলামও। বাতেন বর্তমানে বেড়া পৌরসভার মেয়র। সাদিয়া ইসলাম শামসুল হকের বড় ভাই বদিউল আলমের মেয়ে। একই পরিবারের তিনজন মেয়র পদপ্রার্থী হওয়ায় বেড়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। আর নিজের সন্তানকে ভোটে জেতানোর জন্য প্রতিপক্ষের নেতা-কর্মীদের হুমকি ও এলাকাছাড়া করার অভিযোগও উঠেছে।

সাংসদের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার বৈধতা নিয়ে রিট করেন স্বতন্ত্র প্রার্থী আবদুল বাতেন। রিট আবেদনকারীর আইনজীবী খুরশীদ আলম খান বলেন, রিটার্নিং অফিসার সাংসদ শামসুল হক টুকুকে নোটিশ দিয়েছেন। ওই চিঠি কতটুকু প্রতিপালিত হচ্ছে তা ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে বলেছেন হাইকোর্ট। আগামী বৃহস্পতিবার আবার মামলাটি কার্যতালিকায় আসবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত