Ajker Patrika

অ্যাম্বুলেন্সে শিশুমৃত্যু ঘটনার প্রধান আসামি গ্রেপ্তার, রিমান্ডে আরও ২ 

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ২১: ১১
অ্যাম্বুলেন্সে শিশুমৃত্যু ঘটনার প্রধান আসামি গ্রেপ্তার, রিমান্ডে আরও ২ 

মাইক্রোবাসকে সাইড না দেওয়ায় সাভারের বাইপাইলে অ্যাম্বুলেন্স আটকে চালককে মারধরের সময় ভেতরে থাকা শিশু আফসানার (৯) মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত প্রধান আসামি মাইক্রোবাস চালক নজরুল ইসলামকে (২৯) গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা-পুলিশ। এর আগে ঘটনার পরপরই দিবাগত রাতে আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সাভারের সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে নজরুলকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও দুই অভিযুক্ত হানিফ খান ও ইমরান হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বুধবার তাদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় আশুলিয়া থানা-পুলিশ। বুধবার বিকেলে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার এর আদালত শুনানি শেষে দুজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে নিহত শিশু আফসানার বাবা আলম মিয়া বাদী হয়ে নজরুল ইসলামকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে, গতিরোধ করে মারপিট, ভয়ভীতি দেখানো ও নর হত্যা করার অপরাধে পেনাল কোডে মামলাটি দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম জামালপুর জেলার মেলান্দহ থানার পূর্ব নাগেরপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। বর্তমানে আশুলিয়ার বাইপাইলে বসবাস করে রেন্ট-এ-কারের মাইক্রোবাসের চালক ছিলেন। 

পুলিশ জানায়, ঘটনার পর থেকে নজরুল ঢাকার বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে কৌশলে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে নিহত আফসানার ময়নাতদন্ত শেষে বুধবার বিকেলে শিশুটির পরিবার তার মরদেহ গ্রামের বাড়ি গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হয়েছে। 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) সামিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পর গতরাতে রাজধানীর উত্তরায় এক বন্ধুর বাসায় ছিল নজরুল। পরে সকালে সাভারের সোবাহানবাগে আসেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকার আরও বন্ধুর সঙ্গে দেখা করতে আসেন। এরপরে বিকেলে সাভারে সিঅ্যান্ডবি এলাকায় আসলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি। আসামি নজরুল আশুলিয়া থেকে দূরে কোথাও পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। নজরুল ইসলামকে আগামীকাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে। বাকি ৪ জনকে গ্রেপ্তার করার জন্য অভিযান চলমান আছে। 

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ওভারটেক করার সময় সাইড না দেওয়াকে কেন্দ্র করে অ্যাম্বুলেন্সের চালক ও মাইক্রোবাসের চালকের মধ্যে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। পরে আশুলিয়ার বাইপাইল এলাকায় অ্যাম্বুলেন্স আটক করে এর চালককে মারধর করে অ্যাম্বুলেন্সের চাবি নিয়ে যান মাইক্রোবাসের চালক ও তার সহযোগীরা। এ সময় ছটফট করতে করতে বাবা-মার চোখের সামনেই অ্যাম্বুলেন্সের ভেতরে মারা যায় শিশু আফসানা। গত ৪ মাস ধরে ক্যানসার আক্রান্ত ছিল সে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত