ঢামেক প্রতিবেদক
নিখোঁজের এক দিন পর রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে থেকে সোহেল মিয়া (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোর ৬টার দিকে দোলাইর পাড় হানিফ ফ্লাইওভারের ওপর থেকে মরদেহটি উদ্ধার করে যাত্রাবাড়ী থানার পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আমির হোসেন বলেন, আজ ভোরে খবর পেয়ে দোলাইর পাড় হানিফ ফ্লাইওভারের ওপরে যাত্রাবাড়ী–গুলিস্তান সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, সোহেলের স্ত্রী শারমিন সুলতানার মাধ্যমে জানতে পেরেছি, সোহেল প্রাইভেট কারের চালক ছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রাইভেট কার নিয়ে সবুজবাগ বাসাবো এলাকায় একটি ওয়ার্কশপে যান। বিকেল পর্যন্ত বাসায় না ফেরায় স্ত্রী ওয়ার্কশপে যান। ওয়ার্কশপের মালিক জানান, সোহেল গাড়ি রেখে বাসায় চলে গেছে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে রাত ১১টার দিকে সবুজবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওয়ার্কশপের কিছু জায়গায় রক্ত পড়ে থাকতে দেখেছেন তিনি। তাঁর স্ত্রী ওয়ার্কশপের মালিক ও কর্মচারীকে সন্দেহ করছেন। সোহেলের মাথায় ভোঁতা কোনো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। মাথায় গভীর ক্ষতচিহ্ন রয়েছে।
এসআই আমির হোসেন বলেন, যেহেতু সবুজবাগ থানায় জিডি হয়েছে, সেহেতু মামলা ও তদন্ত সবুজবাগ থানার পুলিশ করবে।
ঢাকা মেডিকেল কলেজ মর্গের সামনে সোহেলের শ্যালক মো. কামাল ঢালী বলেন, তাঁদের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার আকনকান্দি গ্রামে। সোহেলের বাবা মৃত মোকলেছুর রহমান। বাসাবো কদমতলায় স্ত্রী শারমিন সুলতানা এবং এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন। নিজের প্রাইভেট কার ভাড়ায় চালাতেন।
কামাল আরও বলেন, কয়েক দিন ধরে সোহেল জ্বরে ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাসা থেকে প্রাইভেট কার নিয়ে উত্তর বাসাবো ঝিলপাড় এলাকায় এসএসও অটোমোবাইল ওয়ার্কশপে যান মেরামত করাতে। বিকেল ৪টার দিকে স্ত্রী শারমিন সোহেলকে ওয়ার্কশপে খুঁজতে যান। কিন্তু ওয়ার্কশপ মালিক নাসিরুজ্জামান রুবেল বলেন, সোহেলের শরীর খারাপ ছিল। একটা ডাব খাইয়ে বাসায় পাঠিয়ে দেই। পরে স্ত্রী শারমিন বাসায় এসে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। কিন্তু কোথাও খুঁজে পায় না সোহেলকে। পরে রাত ১১টার দিকে সবুজবাগ থানায় জিডি করে। রাতে আমরা কয়েকজন মিলে আবার ওই ওয়ার্কশপে যাই। সেখানে কয়েক জায়গায় রক্তের দাগ দেখতে পাই। আমাদের ধারণা, কোনো বিষয় নিয়ে ওয়ার্কশপ মালিক ও কর্মচারীরা মিলে সোহেলকে হত্যা করে লাশ যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর ফেলে রেখে আসে। তবে সোহেলের প্রাইভেট কারটি ওয়ার্কশপেই আছে।
নিখোঁজের এক দিন পর রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে থেকে সোহেল মিয়া (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোর ৬টার দিকে দোলাইর পাড় হানিফ ফ্লাইওভারের ওপর থেকে মরদেহটি উদ্ধার করে যাত্রাবাড়ী থানার পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আমির হোসেন বলেন, আজ ভোরে খবর পেয়ে দোলাইর পাড় হানিফ ফ্লাইওভারের ওপরে যাত্রাবাড়ী–গুলিস্তান সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, সোহেলের স্ত্রী শারমিন সুলতানার মাধ্যমে জানতে পেরেছি, সোহেল প্রাইভেট কারের চালক ছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রাইভেট কার নিয়ে সবুজবাগ বাসাবো এলাকায় একটি ওয়ার্কশপে যান। বিকেল পর্যন্ত বাসায় না ফেরায় স্ত্রী ওয়ার্কশপে যান। ওয়ার্কশপের মালিক জানান, সোহেল গাড়ি রেখে বাসায় চলে গেছে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে রাত ১১টার দিকে সবুজবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওয়ার্কশপের কিছু জায়গায় রক্ত পড়ে থাকতে দেখেছেন তিনি। তাঁর স্ত্রী ওয়ার্কশপের মালিক ও কর্মচারীকে সন্দেহ করছেন। সোহেলের মাথায় ভোঁতা কোনো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। মাথায় গভীর ক্ষতচিহ্ন রয়েছে।
এসআই আমির হোসেন বলেন, যেহেতু সবুজবাগ থানায় জিডি হয়েছে, সেহেতু মামলা ও তদন্ত সবুজবাগ থানার পুলিশ করবে।
ঢাকা মেডিকেল কলেজ মর্গের সামনে সোহেলের শ্যালক মো. কামাল ঢালী বলেন, তাঁদের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার আকনকান্দি গ্রামে। সোহেলের বাবা মৃত মোকলেছুর রহমান। বাসাবো কদমতলায় স্ত্রী শারমিন সুলতানা এবং এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন। নিজের প্রাইভেট কার ভাড়ায় চালাতেন।
কামাল আরও বলেন, কয়েক দিন ধরে সোহেল জ্বরে ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাসা থেকে প্রাইভেট কার নিয়ে উত্তর বাসাবো ঝিলপাড় এলাকায় এসএসও অটোমোবাইল ওয়ার্কশপে যান মেরামত করাতে। বিকেল ৪টার দিকে স্ত্রী শারমিন সোহেলকে ওয়ার্কশপে খুঁজতে যান। কিন্তু ওয়ার্কশপ মালিক নাসিরুজ্জামান রুবেল বলেন, সোহেলের শরীর খারাপ ছিল। একটা ডাব খাইয়ে বাসায় পাঠিয়ে দেই। পরে স্ত্রী শারমিন বাসায় এসে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। কিন্তু কোথাও খুঁজে পায় না সোহেলকে। পরে রাত ১১টার দিকে সবুজবাগ থানায় জিডি করে। রাতে আমরা কয়েকজন মিলে আবার ওই ওয়ার্কশপে যাই। সেখানে কয়েক জায়গায় রক্তের দাগ দেখতে পাই। আমাদের ধারণা, কোনো বিষয় নিয়ে ওয়ার্কশপ মালিক ও কর্মচারীরা মিলে সোহেলকে হত্যা করে লাশ যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর ফেলে রেখে আসে। তবে সোহেলের প্রাইভেট কারটি ওয়ার্কশপেই আছে।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
২ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
২ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৫ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৬ ঘণ্টা আগে