Ajker Patrika

রাজধানীতে সাবেক শ্রমিক নেতা গুলিবিদ্ধ

ঢামেক প্রতিবেদক
রাজধানীতে সাবেক শ্রমিক নেতা গুলিবিদ্ধ

রাজধানীর শান্তিনগরে দুর্বৃত্তের গুলিতে মো. মানিক (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। মো. মানিক সড়ক পরিবহন ও যানবাহন শ্রমিক ইউনিয়নের নেতা ছিলেন। আজ রোববার দুপুর ৩টার দিকে শান্তিনগর কর্ণফুলী গার্ডেন সিটির পাশে ট্রাফিক অফিসের গলিতে এ ঘটনা ঘটে। 

হাসপাতালে সড়ক পরিবহন ও যানবাহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু জানান, ‘মানিক সাবেক শ্রমিক ইউনিয়নের নেতা। যতটুকু জানতে পেরেছি শান্তিনগর কর্ণফুলী গার্ডেন পাশে ট্রাফিক অফিস গলি দিয়ে মালিবাগের দিকে যাচ্ছিলেন মানিক। এ সময় গোলাগুলির ঘটনায় মানিক গুলিবিদ্ধ হন। পরে পথচারীরা তাঁকে হাসপাতালে নিয়ে আসে।’
 
আহত মানিকের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার পরিকোর্ট গ্রামে। বাবার নাম শফিকুর রহমান। বর্তমানে যাত্রাবাড়ী দনিয়া এলাকার বাসিন্দা তিনি।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মানিক নামে ওই ব্যক্তির বুকের বাঁ পাশে গুলি লেগে পিঠ দিয়ে বের হয়ে গেছে। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। 

এ দিকে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, ‘গুলির ঘটনা শুনে হাসপাতালে এসেছি। এখনো বিস্তারিত কিছুই জানতে পারিনি। ঘটনাস্থলেও পুলিশ পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত