টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জে ফার্নিচার ব্যবসায়ী মোস্তফা (৪৫) হত্যাকারীর বিচারের দাবিতে মানববন্ধন করেছে তাঁর স্বজন ও এলাকাবাসী। আজ সোমবার সকালে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। এ সময় হত্যাকাণ্ডের তিন দিনেও আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অনেকে বক্তব্য দেন। বক্তারা বলেন, একজন নিরীহ শান্ত স্বভাবের মানুষ ছিলেন মোস্তফা। তাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আসামি রাজন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। অথচ ঘটনার ৩ দিনেও তাঁকে গ্রেপ্তারে পুলিশের কোনো তৎপরতা নেই। আগামী দুই দিনের মধ্যে আসামিকে গ্রেপ্তার করা না হলে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।
নিহত মোস্তফার স্ত্রী সুলতানা বলেন, ‘আমার স্বামী দোকানের আয় দিয়ে সংসার চালাতেন। তিন দিন ধরে তিনি পৃথিবীতে নেই। তিনটি বাচ্চা নিয়ে আমি অসহায় জীবন যাপন করছি। আমি স্বামীর হত্যাকারী রাজনের ফাঁসি চাই।’
মোস্তফার মেয়ে জান্নাত বলে, ‘আমার বাবার হত্যাকারীর ফাঁসি চাই।’
গত ১৬ মার্চ সকালে টঙ্গিবাড়ী উপজেলার বাঘিয়া বাজারের নিজ দোকানে কাঠের নকশা নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে মোস্তফাকে হত্যা করেন রাজন। মোস্তফা টঙ্গিবাড়ী উপজেলার হাটকান গ্রামের মৃত মফিজউদ্দিন খালাসির ছেলে।
এ বিষয়ে জানতে চাইলে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় আসামিকে ধরার চেষ্টা চলছে।
মুন্সিগঞ্জে ফার্নিচার ব্যবসায়ী মোস্তফা (৪৫) হত্যাকারীর বিচারের দাবিতে মানববন্ধন করেছে তাঁর স্বজন ও এলাকাবাসী। আজ সোমবার সকালে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। এ সময় হত্যাকাণ্ডের তিন দিনেও আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অনেকে বক্তব্য দেন। বক্তারা বলেন, একজন নিরীহ শান্ত স্বভাবের মানুষ ছিলেন মোস্তফা। তাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আসামি রাজন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। অথচ ঘটনার ৩ দিনেও তাঁকে গ্রেপ্তারে পুলিশের কোনো তৎপরতা নেই। আগামী দুই দিনের মধ্যে আসামিকে গ্রেপ্তার করা না হলে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।
নিহত মোস্তফার স্ত্রী সুলতানা বলেন, ‘আমার স্বামী দোকানের আয় দিয়ে সংসার চালাতেন। তিন দিন ধরে তিনি পৃথিবীতে নেই। তিনটি বাচ্চা নিয়ে আমি অসহায় জীবন যাপন করছি। আমি স্বামীর হত্যাকারী রাজনের ফাঁসি চাই।’
মোস্তফার মেয়ে জান্নাত বলে, ‘আমার বাবার হত্যাকারীর ফাঁসি চাই।’
গত ১৬ মার্চ সকালে টঙ্গিবাড়ী উপজেলার বাঘিয়া বাজারের নিজ দোকানে কাঠের নকশা নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে মোস্তফাকে হত্যা করেন রাজন। মোস্তফা টঙ্গিবাড়ী উপজেলার হাটকান গ্রামের মৃত মফিজউদ্দিন খালাসির ছেলে।
এ বিষয়ে জানতে চাইলে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় আসামিকে ধরার চেষ্টা চলছে।
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনার শাখা ফুলদী নদীর ওপর সেতু না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে ট্রলারে যাতায়াত করছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ঝড়বৃষ্টির সময় এই যাত্রা হয়ে ওঠে মহা সংকটময়। জানা গেছে, ভিত্তিপ্রস্তর স্থাপনের পর দীর্ঘ ২৩ বছর কেটে গেলেও সেতুর কাজ শুরু হয়নি এখানে।
২ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুরে ভোররাতে একজনকে, ভোর হতেই আরও একজনকে একই কায়দায় রাস্তায় পিটিয়ে হত্যা করা হয়। এরপর রটানো হয়, ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই তরুণের মৃত্যু হয়েছে। পুলিশও একই সুরে গণপিটুনির তথ্য ছড়িয়ে দেয় গণমাধ্যমে।
৪ ঘণ্টা আগেশেরপুরে নিখোঁজের দুদিন পর ডোবা থেকে আব্দুল মোতালেব ওরফে হাজী মিয়া (৬৫) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) বিকেলে শহরের সাতানীপাড়া এলাকার হরিজন পল্লীর পেছনের একটি ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোতালেব পার্শ্ববর্তী গোপালবাড়ী এলাকার মৃত আবেদ আলীর ছেলে।
৮ ঘণ্টা আগেকক্সবাজারের টেকনাফের শীর্ষ সন্ত্রাসী ও অপহরণ চক্রের মূল হোতা নুরুল ইসলাম মুন্নাকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-১৫। তিনি হত্যা, মাদক, অপহরণ, অস্ত্রসহ ১৪ মামলার পলাতক আসামি। শনিবার (৪ অক্টোবর) দুপুরে টেকনাফ সদর নতুন পল্লানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৮ ঘণ্টা আগে