Ajker Patrika

অবশেষে বাংলাদেশ মাঠের ময়লা অপসারণ করল ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১১: ১৪
অবশেষে বাংলাদেশ মাঠের ময়লা অপসারণ করল ডিএসসিসি

অবশেষে পুরান ঢাকার আগাসাদেক রোডের বাংলাদেশ মাঠ থেকে ময়লা-আবর্জনা অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

সম্প্রতি পুরান ঢাকার বংশালের ঐতিহ্যবাহী বাংলাদেশ মাঠ সংস্কার করা হয়। মাঠটির সীমানাবেষ্টনী ঘেঁষে রয়েছে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে। ভেতরে হালকা সবুজ ঘাস। সকাল-বিকেল শিশু থেকে বয়স্ক—সবাই ভালো সময় কাটায় মাঠটিতে। তবে এত সব ভালো দিক ম্লান করে দিয়েছিল মাঠটির দক্ষিণ পাশে থাকা ময়লা-আবর্জনা। যে কারণে উৎকট গন্ধে নাক চেপে চলতে হতো। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভোগান্তিতে পড়ত এখানে আসা মানুষ।

এই অবস্থায় গতকাল শনিবার (২২ জানুয়ারি) ‘বর্জ্যে বেহাল পুরান ঢাকার বাংলাদেশ মাঠ’ শীর্ষক একটি প্রতিবেদন ছাপা হয় দৈনিক আজকের পত্রিকায়। এর পরপরই টনক নড়ে দায়িত্বশীলদের। সংবাদ ছাপা হওয়ার দিনের মধ্যেই মাঠের সব ময়লা-আবর্জনা পরিষ্কার করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হায়দার আলী বলেন, ‘বাংলাদেশ মাঠের ময়লার দৃশ্যটি গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পরপরই সিটি করপোরেশনের লোকজন তা দিনের মধ্যে পরিষ্কার করে ফেলে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত