পূর্বাচলে টুকরা লাশ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুমা ওই ব্যবসায়ীকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তবে হত্যার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।
পুলিশকে রুমা প্রাথমিক স্বীকারোক্তিতে বলেছেন, ব্যবসায়ী জসিমের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। সম্প্রতি সম্পর্কের অবনতি ঘটলে এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন তিনি।
ওই হত্যাকাণ্ড নিয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার সংবাদ সম্মেলনে বলেন, জসিমের পরিবার বসুন্ধরা আবাসিক এলাকায় থাকে। জিজ্ঞাসাবাদে রুমা জানিয়েছেন, ১০ নভেম্বর রাতে জসিমকে রাজধানীর শ্যামলীর একটি বাসায় ডেকে নেন। সেখানে দুধের সঙ্গে নেশাজাত দ্রব্য মিশিয়ে খাওয়ানো হয় তাঁকে। এতে অচেতন হয়ে পড়েন জসিম। এরপর চাপাতি ও হেক্সো ব্লেড দিয়ে হত্যা ও খণ্ডবিখণ্ড করা হয় জসিমের মরদেহ। পরে এসব মরদেহ পূর্বাচল এলাকায় নিয়ে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।
এসপি জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এই হত্যার সঙ্গে আরও কেউ যুক্ত ছিল কি না, তা জানার চেষ্টা চলছে।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, নিহত জসিম নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকার মৃত আলেক চান বেপারীর ছেলে। ১০ নভেম্বর রাজধানীর গুলশান থেকে নিখোঁজ হন তিনি। এই ঘটনায় গুলশান থানায় নিহতের ছেলে একটি সাধারণ ডায়েরি করেন। লাশ শনাক্তের পর বুধবার রাতে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার রুমা ময়মনসিংহের গৌরীপুর এলাকার নজর আলীর মেয়ে।
নিহত জসিমের ছেলে ওবায়দুল ইসলাম শিবু বলেন, ‘১০ নভেম্বর বিকেলে ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হয় আমার বাবা। গুলশানে গাড়িটি ছেড়ে দিয়ে অন্য গাড়িতে নারায়ণগঞ্জ যাবে বলে জানান চালককে। রাত ১১টার দিকে সর্বশেষ আমার মায়ের সঙ্গে তাঁর কথা হয়। কিন্তু রাতে আর বাসায় ফেরেননি। পরদিন তাঁর ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। এই ঘটনায় ১১ নভেম্বর গুলশান থানায় জিডি করি। বুধবার পুলিশের মাধ্যমে খবর পেয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে এসে বাবার লাশ শনাক্ত করি। কেন এই হত্যাকাণ্ড, তা আমার জানা নেই।’
এদিকে গতকাল দুপুরে পূর্বাচল এলাকা থেকে ব্যবসায়ী জসিমের মরদেহের আরও দুটি খণ্ড উদ্ধার করেছে পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ‘লাশ উদ্ধারের পর গুলশান থানার জিডির সূত্র ধরে পরিবারের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করি। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় রুমাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই সে হত্যার কথা স্বীকার করেছে।’
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুমা ওই ব্যবসায়ীকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তবে হত্যার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।
পুলিশকে রুমা প্রাথমিক স্বীকারোক্তিতে বলেছেন, ব্যবসায়ী জসিমের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। সম্প্রতি সম্পর্কের অবনতি ঘটলে এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন তিনি।
ওই হত্যাকাণ্ড নিয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার সংবাদ সম্মেলনে বলেন, জসিমের পরিবার বসুন্ধরা আবাসিক এলাকায় থাকে। জিজ্ঞাসাবাদে রুমা জানিয়েছেন, ১০ নভেম্বর রাতে জসিমকে রাজধানীর শ্যামলীর একটি বাসায় ডেকে নেন। সেখানে দুধের সঙ্গে নেশাজাত দ্রব্য মিশিয়ে খাওয়ানো হয় তাঁকে। এতে অচেতন হয়ে পড়েন জসিম। এরপর চাপাতি ও হেক্সো ব্লেড দিয়ে হত্যা ও খণ্ডবিখণ্ড করা হয় জসিমের মরদেহ। পরে এসব মরদেহ পূর্বাচল এলাকায় নিয়ে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।
এসপি জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এই হত্যার সঙ্গে আরও কেউ যুক্ত ছিল কি না, তা জানার চেষ্টা চলছে।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, নিহত জসিম নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকার মৃত আলেক চান বেপারীর ছেলে। ১০ নভেম্বর রাজধানীর গুলশান থেকে নিখোঁজ হন তিনি। এই ঘটনায় গুলশান থানায় নিহতের ছেলে একটি সাধারণ ডায়েরি করেন। লাশ শনাক্তের পর বুধবার রাতে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার রুমা ময়মনসিংহের গৌরীপুর এলাকার নজর আলীর মেয়ে।
নিহত জসিমের ছেলে ওবায়দুল ইসলাম শিবু বলেন, ‘১০ নভেম্বর বিকেলে ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হয় আমার বাবা। গুলশানে গাড়িটি ছেড়ে দিয়ে অন্য গাড়িতে নারায়ণগঞ্জ যাবে বলে জানান চালককে। রাত ১১টার দিকে সর্বশেষ আমার মায়ের সঙ্গে তাঁর কথা হয়। কিন্তু রাতে আর বাসায় ফেরেননি। পরদিন তাঁর ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। এই ঘটনায় ১১ নভেম্বর গুলশান থানায় জিডি করি। বুধবার পুলিশের মাধ্যমে খবর পেয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে এসে বাবার লাশ শনাক্ত করি। কেন এই হত্যাকাণ্ড, তা আমার জানা নেই।’
এদিকে গতকাল দুপুরে পূর্বাচল এলাকা থেকে ব্যবসায়ী জসিমের মরদেহের আরও দুটি খণ্ড উদ্ধার করেছে পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ‘লাশ উদ্ধারের পর গুলশান থানার জিডির সূত্র ধরে পরিবারের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করি। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় রুমাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই সে হত্যার কথা স্বীকার করেছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
২২ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
২৪ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৩০ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে