অনলাইন ডেস্ক
বিসিএসের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী ওরফে জীবনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন তাঁকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় আবেদ আলীকে গ্রেপ্তার দেখানোর জন্য গত ২৮ জানুয়ারি আবেদন করেন দুদকের সহকারী পরিচালক আল-আমিন। ওই আবেদনের ওপর শুনানির ধার্য তারিখ থাকায় গতকাল তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর এবং কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেন।
সূত্র জানায়, শুনানির পর আদালতের কাঠগড়ায় দাঁড়ানো আবেদ আলী পাশে দাঁড়ানো এক যুবককে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। ওই যুবক নিজেকে আবেদ আলীর ছেলে হিসেবে পরিচয় দেন এবং তাঁর নাম বলেন সোহানুর রহমান সৌমিক।
অবৈধভাবে ৫ কোটি ৩৭ লাখ টাকার সম্পদ অর্জন এবং প্রায় ৪৫ কোটি টাকার অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে দুদক ৫ জানুয়ারি সৈয়দ আবেদ আলী, তাঁর স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে।
মামলার এজাহারে বলা হয়, আবেদ ১২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২০ কোটি ৮৮ লাখ টাকা জমা ও ২০ কোটি ৪১ লাখ টাকা উত্তোলনসহ ৪১ কোটি ২৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।
গত বছরের জুলাইয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্ন ফাঁসের ঘটনায় সৈয়দ আবেদ আলীসহ ১৭ জনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি)। পরে তাঁর কর্মকাণ্ডের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক।
আদালতের কাঠগড়ায় কাঁদলেন আবেদ আলী
গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানির পর আদালতের কাঠগড়ায় এক যুবককে জড়িয়ে ধরে অঝোরে কেঁদেছেন আবেদ আলী। যুবকটি কাঠগড়ার পাশেই দাঁড়িয়ে ছিলেন। ওই যুবক নিজেকে আবেদ আলীর ছেলে পরিচয় দেন। তাঁর নাম বলেন সোহানুর রহমান সৌমিক।
বিসিএসের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী ওরফে জীবনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন তাঁকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় আবেদ আলীকে গ্রেপ্তার দেখানোর জন্য গত ২৮ জানুয়ারি আবেদন করেন দুদকের সহকারী পরিচালক আল-আমিন। ওই আবেদনের ওপর শুনানির ধার্য তারিখ থাকায় গতকাল তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর এবং কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেন।
সূত্র জানায়, শুনানির পর আদালতের কাঠগড়ায় দাঁড়ানো আবেদ আলী পাশে দাঁড়ানো এক যুবককে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। ওই যুবক নিজেকে আবেদ আলীর ছেলে হিসেবে পরিচয় দেন এবং তাঁর নাম বলেন সোহানুর রহমান সৌমিক।
অবৈধভাবে ৫ কোটি ৩৭ লাখ টাকার সম্পদ অর্জন এবং প্রায় ৪৫ কোটি টাকার অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে দুদক ৫ জানুয়ারি সৈয়দ আবেদ আলী, তাঁর স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে।
মামলার এজাহারে বলা হয়, আবেদ ১২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২০ কোটি ৮৮ লাখ টাকা জমা ও ২০ কোটি ৪১ লাখ টাকা উত্তোলনসহ ৪১ কোটি ২৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।
গত বছরের জুলাইয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্ন ফাঁসের ঘটনায় সৈয়দ আবেদ আলীসহ ১৭ জনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি)। পরে তাঁর কর্মকাণ্ডের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক।
আদালতের কাঠগড়ায় কাঁদলেন আবেদ আলী
গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানির পর আদালতের কাঠগড়ায় এক যুবককে জড়িয়ে ধরে অঝোরে কেঁদেছেন আবেদ আলী। যুবকটি কাঠগড়ার পাশেই দাঁড়িয়ে ছিলেন। ওই যুবক নিজেকে আবেদ আলীর ছেলে পরিচয় দেন। তাঁর নাম বলেন সোহানুর রহমান সৌমিক।
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
২ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১৩ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
১৬ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
১৬ মিনিট আগে