অনলাইন ডেস্ক
বিসিএসের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী ওরফে জীবনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন তাঁকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় আবেদ আলীকে গ্রেপ্তার দেখানোর জন্য গত ২৮ জানুয়ারি আবেদন করেন দুদকের সহকারী পরিচালক আল-আমিন। ওই আবেদনের ওপর শুনানির ধার্য তারিখ থাকায় গতকাল তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর এবং কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেন।
সূত্র জানায়, শুনানির পর আদালতের কাঠগড়ায় দাঁড়ানো আবেদ আলী পাশে দাঁড়ানো এক যুবককে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। ওই যুবক নিজেকে আবেদ আলীর ছেলে হিসেবে পরিচয় দেন এবং তাঁর নাম বলেন সোহানুর রহমান সৌমিক।
অবৈধভাবে ৫ কোটি ৩৭ লাখ টাকার সম্পদ অর্জন এবং প্রায় ৪৫ কোটি টাকার অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে দুদক ৫ জানুয়ারি সৈয়দ আবেদ আলী, তাঁর স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে।
মামলার এজাহারে বলা হয়, আবেদ ১২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২০ কোটি ৮৮ লাখ টাকা জমা ও ২০ কোটি ৪১ লাখ টাকা উত্তোলনসহ ৪১ কোটি ২৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।
গত বছরের জুলাইয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্ন ফাঁসের ঘটনায় সৈয়দ আবেদ আলীসহ ১৭ জনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি)। পরে তাঁর কর্মকাণ্ডের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক।
আদালতের কাঠগড়ায় কাঁদলেন আবেদ আলী
গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানির পর আদালতের কাঠগড়ায় এক যুবককে জড়িয়ে ধরে অঝোরে কেঁদেছেন আবেদ আলী। যুবকটি কাঠগড়ার পাশেই দাঁড়িয়ে ছিলেন। ওই যুবক নিজেকে আবেদ আলীর ছেলে পরিচয় দেন। তাঁর নাম বলেন সোহানুর রহমান সৌমিক।
বিসিএসের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী ওরফে জীবনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন তাঁকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় আবেদ আলীকে গ্রেপ্তার দেখানোর জন্য গত ২৮ জানুয়ারি আবেদন করেন দুদকের সহকারী পরিচালক আল-আমিন। ওই আবেদনের ওপর শুনানির ধার্য তারিখ থাকায় গতকাল তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর এবং কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেন।
সূত্র জানায়, শুনানির পর আদালতের কাঠগড়ায় দাঁড়ানো আবেদ আলী পাশে দাঁড়ানো এক যুবককে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। ওই যুবক নিজেকে আবেদ আলীর ছেলে হিসেবে পরিচয় দেন এবং তাঁর নাম বলেন সোহানুর রহমান সৌমিক।
অবৈধভাবে ৫ কোটি ৩৭ লাখ টাকার সম্পদ অর্জন এবং প্রায় ৪৫ কোটি টাকার অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে দুদক ৫ জানুয়ারি সৈয়দ আবেদ আলী, তাঁর স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে।
মামলার এজাহারে বলা হয়, আবেদ ১২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২০ কোটি ৮৮ লাখ টাকা জমা ও ২০ কোটি ৪১ লাখ টাকা উত্তোলনসহ ৪১ কোটি ২৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।
গত বছরের জুলাইয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্ন ফাঁসের ঘটনায় সৈয়দ আবেদ আলীসহ ১৭ জনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি)। পরে তাঁর কর্মকাণ্ডের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক।
আদালতের কাঠগড়ায় কাঁদলেন আবেদ আলী
গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানির পর আদালতের কাঠগড়ায় এক যুবককে জড়িয়ে ধরে অঝোরে কেঁদেছেন আবেদ আলী। যুবকটি কাঠগড়ার পাশেই দাঁড়িয়ে ছিলেন। ওই যুবক নিজেকে আবেদ আলীর ছেলে পরিচয় দেন। তাঁর নাম বলেন সোহানুর রহমান সৌমিক।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৩ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৩ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৫ ঘণ্টা আগে