Ajker Patrika

দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হলো প্রশ্নপত্র ফাঁসে আলোচিত আবেদ আলীকে

অনলাইন ডেস্ক
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩: ৩৮
সৈয়দ আবেদ আলী। ফাইল ছবি
সৈয়দ আবেদ আলী। ফাইল ছবি

বিসিএসের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী ওরফে জীবনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন তাঁকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় আবেদ আলীকে গ্রেপ্তার দেখানোর জন্য গত ২৮ জানুয়ারি আবেদন করেন দুদকের সহকারী পরিচালক আল-আমিন। ওই আবেদনের ওপর শুনানির ধার্য তারিখ থাকায় গতকাল তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর এবং কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেন।

সূত্র জানায়, শুনানির পর আদালতের কাঠগড়ায় দাঁড়ানো আবেদ আলী পাশে দাঁড়ানো এক যুবককে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। ওই যুবক নিজেকে আবেদ আলীর ছেলে হিসেবে পরিচয় দেন এবং তাঁর নাম বলেন সোহানুর রহমান সৌমিক।

অবৈধভাবে ৫ কোটি ৩৭ লাখ টাকার সম্পদ অর্জন এবং প্রায় ৪৫ কোটি টাকার অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে দুদক ৫ জানুয়ারি সৈয়দ আবেদ আলী, তাঁর স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে।

মামলার এজাহারে বলা হয়, আবেদ ১২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২০ কোটি ৮৮ লাখ টাকা জমা ও ২০ কোটি ৪১ লাখ টাকা উত্তোলনসহ ৪১ কোটি ২৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

গত বছরের জুলাইয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্ন ফাঁসের ঘটনায় সৈয়দ আবেদ আলীসহ ১৭ জনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি)। পরে তাঁর কর্মকাণ্ডের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক।

আদালতের কাঠগড়ায় কাঁদলেন আবেদ আলী

গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানির পর আদালতের কাঠগড়ায় এক যুবককে জড়িয়ে ধরে অঝোরে কেঁদেছেন আবেদ আলী। যুবকটি কাঠগড়ার পাশেই দাঁড়িয়ে ছিলেন। ওই যুবক নিজেকে আবেদ আলীর ছেলে পরিচয় দেন। তাঁর নাম বলেন সোহানুর রহমান সৌমিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত