Ajker Patrika

সংস্কারের জন্য গাজীপুর সাফারি পার্কের কোর সাফারি ১৪ দিন বন্ধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
গাজীপুর সাফারি পার্কের কোর সাফারির সীমানাপ্রাচীর সংস্কার। ছবি: আজকের পত্রিকা
গাজীপুর সাফারি পার্কের কোর সাফারির সীমানাপ্রাচীর সংস্কার। ছবি: আজকের পত্রিকা

সীমানাপ্রাচীর সংস্কারের জন্য গাজীপুর সাফারি পার্কের কোর সাফারি দর্শনার্থীদের জন্য ১৪ দিনের বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার।

শারমিন আক্তার আজকের পত্রিকাকে জানান, ২১ মে থেকে ২ জুন পর্যন্ত সাফারি পার্কের কোর সাফারির সংস্কারকাজের কারণে বন্ধ থাকবে। ৩ জুন সাফারি পার্কের সাপ্তাহিক ছুটি শেষে ৪ জুন যথারীতি সাফারি পার্কের কোর সাফারি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।

গাজীপুর সাফারি পার্কে গিয়ে দেখা যায়, নির্মাণশ্রমিকেরা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে কোর সাফারির বাঘ, সিংহ ও ভালুকের বিচরণ এলাকার বেষ্টনীর সংস্কারের কাজ করছেন। কাজের তদারকি করছেন পার্কের কর্মকর্তারা। পার্কে আসা দর্শনার্থীরা কোর সাফারি গেটের সামনে এসে ঘুরে যাচ্ছেন।

গাজীপুর সাফারি পার্কের কোর সাফারির সীমানাপ্রাচীর সংস্কার। ছবি: আজকের পত্রিকা
গাজীপুর সাফারি পার্কের কোর সাফারির সীমানাপ্রাচীর সংস্কার। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. রফিকুল ইসলাম বলেন, পার্কের কোর সাফারির সীমানাপ্রাচীর অনেক জায়গায় জরাজীর্ণ। কোর সাফারির বাঘ, সিংহ, ভালুক বেষ্টনীর পকেট গেটগুলো খুবই জরাজীর্ণ। এগুলো অনেকটাই নিচে দেবে গেছে।

যার কারণে গেটগুলো এদিক-সেদিক চলাচলে বিঘ্ন ঘটে। গেটসংলগ্ন স্থানের জায়গায় মাটিতে দেবে যাওয়ার কারণে মিনিবাস চলাচলে সমস্যা হয়। এসব কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সাফারি পার্কের কোর সাফারি দর্শনার্থীদের জন্য ১৪ দিনের জন্য বন্ধ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত