Ajker Patrika

কেরানীগঞ্জে গণপিটুনিতে ‘ছিনতাইকারী’ নিহত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জে গণপিটুনিতে ‘ছিনতাইকারী’ নিহত

ঢাকার কেরানীগঞ্জে চালককে মারধর করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার সময় গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় (৪০) এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় আব্দুল্লাহপুর এলাকা থেকে কোনাখোলা যাওয়ার উদ্দেশ্যে অটোচালক সোহাগ মিয়ার গাড়ি ভাড়া করে চার যুবক। প্রায় ঘণ্টা তিনেক ধরে অটো নিয়ে ঘুরতে থাকেন তাঁরা। রাত ১০টার দিকে আব্দুল্লাহপুর-কোনাখোলা রোডের মধ্যবর্তী বোয়ালিয়া ব্রিজের কাছে চালক সোহাগকে মারধর করে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়া হয়।

এ সময় সোহাগ মিয়ার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারী চক্রের তিনজন অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। তবে তাড়া করে একজনকে ধরে জনতা গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অটোরিকশাটি উদ্ধারসহ এটি ছিনতাইয়ে জড়িত বাকি তিনজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত