নিজস্ব প্রতিবেদক ও সাভার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। আজ রোববার অধিকাংশ পোশাক কারখানা চালু রয়েছে। ১৮টি কারখানা এখনো খোলেনি। দুটি কারখানায় আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
সরেজমিনে জানা গেছে, আজ রোববার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। আশুলিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল আগের মতোই অব্যাহত আছে। অনেক কারখানার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা গেছে।
পুলিশ ও কারখানার মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে শিল্পাঞ্চলে উত্তেজনা দেখা দিয়েছে। ক্রমাগত শ্রমিক অসন্তোষের মুখে ৮৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেয়। এ ছাড়া একই কারণে প্রতিদিনই বেশ কিছু কারখানা ছুটি দেওয়া হচ্ছিল।
এদিকে চলমান শ্রম অসন্তোষ নিরসনের জন্য শ্রমসংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ ও পর্যালোচনা কমিটির সদস্যরা আজ বেলা ১১টার দিকে আশুলিয়ার অনন্ত গ্রুপের কারখানা পরিদর্শন করেন। তাঁরা ওই কারখানার কর্মকর্তাদের সঙ্গে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করেন।
পরিদর্শনকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও শ্রমসংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ ও পর্যালোচনা কমিটির আহ্বায়ক মো. সবুর হোসেন বলেন, ‘গত বুধবার ১১ সদস্যের কমিটি গঠন করা হয়। পরদিন কমিটির কার্যপরিধি ও কার্য পরিচালনার বিষয় নিয়ে সভা করা হয়। ওই সভায় সিদ্ধান্ত অনুযায়ী শিল্পাঞ্চলের উদ্ভূত পরিস্থিতি নিরসনের লক্ষ্যে আজ আশুলিয়ায় এসেছি।’
সবুর হোসেন আরও বলেন, ‘কারখানার মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্টদের দাবি, আপত্তি, অভিযোগ আমরা জানতে চাই। এগুলো জানানোর জন্য আমাদের হটলাইন ও হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এ ছাড়া ই-মেইল, ডাকযোগেও জানানো যাবে।’
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘এখানে ১ হাজার ৮৬৩টি কারখানা আছে। এর মধ্যে অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত কারখানাগুলোর মধ্যে ১৮টি আজও বন্ধ রয়েছে। এ ছাড়া আজ দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।’
মোহাম্মদ সারোয়ার আলম আরও বলেন, ‘সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলের পরিস্থিতি আজ শান্ত রয়েছে। গুটি কয়েক কারখানায় যে সমস্যা আছে, তা নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছি। শ্রমিকদের কাজে ফেরাতে মালিক ও শ্রমিক উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে। আশা করি পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।’
ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। আজ রোববার অধিকাংশ পোশাক কারখানা চালু রয়েছে। ১৮টি কারখানা এখনো খোলেনি। দুটি কারখানায় আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
সরেজমিনে জানা গেছে, আজ রোববার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। আশুলিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল আগের মতোই অব্যাহত আছে। অনেক কারখানার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা গেছে।
পুলিশ ও কারখানার মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে শিল্পাঞ্চলে উত্তেজনা দেখা দিয়েছে। ক্রমাগত শ্রমিক অসন্তোষের মুখে ৮৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেয়। এ ছাড়া একই কারণে প্রতিদিনই বেশ কিছু কারখানা ছুটি দেওয়া হচ্ছিল।
এদিকে চলমান শ্রম অসন্তোষ নিরসনের জন্য শ্রমসংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ ও পর্যালোচনা কমিটির সদস্যরা আজ বেলা ১১টার দিকে আশুলিয়ার অনন্ত গ্রুপের কারখানা পরিদর্শন করেন। তাঁরা ওই কারখানার কর্মকর্তাদের সঙ্গে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করেন।
পরিদর্শনকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও শ্রমসংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ ও পর্যালোচনা কমিটির আহ্বায়ক মো. সবুর হোসেন বলেন, ‘গত বুধবার ১১ সদস্যের কমিটি গঠন করা হয়। পরদিন কমিটির কার্যপরিধি ও কার্য পরিচালনার বিষয় নিয়ে সভা করা হয়। ওই সভায় সিদ্ধান্ত অনুযায়ী শিল্পাঞ্চলের উদ্ভূত পরিস্থিতি নিরসনের লক্ষ্যে আজ আশুলিয়ায় এসেছি।’
সবুর হোসেন আরও বলেন, ‘কারখানার মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্টদের দাবি, আপত্তি, অভিযোগ আমরা জানতে চাই। এগুলো জানানোর জন্য আমাদের হটলাইন ও হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এ ছাড়া ই-মেইল, ডাকযোগেও জানানো যাবে।’
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘এখানে ১ হাজার ৮৬৩টি কারখানা আছে। এর মধ্যে অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত কারখানাগুলোর মধ্যে ১৮টি আজও বন্ধ রয়েছে। এ ছাড়া আজ দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।’
মোহাম্মদ সারোয়ার আলম আরও বলেন, ‘সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলের পরিস্থিতি আজ শান্ত রয়েছে। গুটি কয়েক কারখানায় যে সমস্যা আছে, তা নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছি। শ্রমিকদের কাজে ফেরাতে মালিক ও শ্রমিক উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে। আশা করি পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।’
রংপুরের পীরগঞ্জে কৃষকের সেচপাম্প চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে হাসান মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের তাতারপুর গ্রামে এ ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক।
১২ মিনিট আগেলালমনিরহাটে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মারুফ হোসেন (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকি এলাকার জহুরুলের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় রহিম মিয়া (৩০) নামের আরেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
২৭ মিনিট আগেজাতীয়তাবাদী মহিলা দল খুলনা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ শনিবার কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এ ছাড়া অতিসত্বর খুলনা মহানগর শাখা কমিটি গঠন করা হবে বলে...
১ ঘণ্টা আগেইসলামী আন্দোলন বাংলাদেশের সহ সভাপতি ও বিসিসি নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘দেশে বিচার পাওয়ার সুযোগ ছিল না। ৫ আগস্টের পর পরিস্থিতি পরিবর্তন হয়েছে। তাই বরিশাল সিটি নির্বাচনে ফলাফল বাতিল ও তাকে নির্বাচিত করার জন্য আদালতে মামলা দায়ের করেছি।
২ ঘণ্টা আগে