Ajker Patrika

ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রগতিশীল ৮ ছাত্র সংগঠনের বিবৃতি 

ঢাবি প্রতিনিধি
ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রগতিশীল ৮ ছাত্র সংগঠনের বিবৃতি 

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ এনে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে প্রগতিশীল আট ছাত্রসংগঠন। এটিকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে বিরোধী মত দমনের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেছে সংগঠনগুলো। 

একই সঙ্গে তারা ক্যাম্পাসে পরিবেশ পরিষদের সভা আহ্বানের দাবি জানান। 

সংগঠনগুলোর নেতৃবৃন্দ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, বিভিন্ন সময় ছাত্র সংগঠন ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ক্ষমতাসীন ছাত্রলীগের হামলা তাদেরকে বারবার সন্ত্রাসী সংগঠন হিসেবে শিক্ষার্থীদের সামনে প্রমাণ করেছে। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর তাদের নির্মম হামলা ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য এক ভীতিকর ও অনিরাপদ পরিবেশ সৃষ্টি করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে ছাত্রলীগের এই সন্ত্রাসী কর্মকাণ্ড চলমান থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগের পুতুল প্রশাসনের ভূমিকা পালন করছে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদ অকার্যকর অবস্থায় পড়ে রয়েছে। ক্যাম্পাসে একটি সন্ত্রাসমুক্ত, নিরাপদ পরিবেশ তৈরির জন্য পরিবেশ পরিষদের কাজ করার কথা থাকলেও প্রশাসনের নির্লিপ্ততায় পরিষদটির অস্তিত্বের কথা শিক্ষার্থীরা ভুলতে বসেছে। অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পরিবেশ পরিষদের সভা আহ্বান করে ক্যাম্পাসে একটি নিরাপদ ও সন্ত্রাসমুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে হবে। 

বিবৃতি প্রদানকারী সংগঠনগুলো হলো 
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট
বিপ্লবী ছাত্র মৈত্রী 
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল 
বাংলাদেশ ছাত্র ফেডারেশন
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ
বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত