Ajker Patrika

বাসার ওয়ার্ডরোবে পিস্তল-রাইফেলের গুলি, যুবক গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি 
ওয়ার্ডরোব থেকে পিস্তল-রাইফেলের গুলি জব্দ, যুবক গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা
ওয়ার্ডরোব থেকে পিস্তল-রাইফেলের গুলি জব্দ, যুবক গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

সাভারে বিদেশি পিস্তল-রাইফেলের গুলি ও চাপাতি-চাকুসহ মো. ইমাম হোসেন ইফতি (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার তাঁকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল শনিবার রাতে সাভারের রাজাশন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর ঘরের ওয়ার্ডরোবের একটি ড্রয়ার থেকে চারটি শটগানের গুলি, একটি ৯ এমএম পিস্তলের গুলি ও একটি চায়নিজ রাইফেলের গুলিসহ মোট ছয়টি গুলি ও দুটি গুলির খোসা, একটি চাপাতি ও একটি সুইচ গিয়ার (চাকু) জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ইমাম হোসেন ওই এলাকার মো. মিজানুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, বাসায় দেশি অস্ত্র ও আগ্নেয়াস্ত্র আছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ইমাম হোসেন ইফতির বাসায় অভিযান চালানো হয়। পরে তাঁর দেখানো স্থান থেকে গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, ইমাম হোসেন ইফতির কাছে যে গুলি পাওয়া গেছে, সেগুলো সাধারণত বড় বড় ক্রিমিনালরা (অপরাধী) ব্যবহার করে। সেগুলো তাঁর কাছে কোথা থেকে এল, তা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

তাঁকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। জব্দ করা গুলি পুলিশের লুট হওয়া কি না জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, তদন্ত ছাড়া বলা যাবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত