নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার সাভারে গত শনিবার সন্ধ্যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ দেখতে গিয়ে গুলিবিদ্ধ হন পোশাকশ্রমিক শুভ শীল (২৫)। এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ভোরে তিনি মারা যান।
শুভ শীল ঝিনাইদহের বিকাশ শীলের ছেলে। তিনি সাভার পৌর এলাকার দক্ষিণপাড়ায় থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ও আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন শুভ।
এদিকে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই থানায় ১১টি মামলা হয়েছে। এসব মামলায় অন্তত ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ও আটকদের মধ্যে বিএনপি ও জামায়াতের উল্লেখযোগ্য কেউ নেই বলে দলীয় সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, মারধর, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুট ও সরকারি কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অপরাধে সাভার থানায় সাতটি, আশুলিয়া থানায় তিনটি ও ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এসব মানলায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সাভারে শতাধিক, আশুলিয়ায় ৩৭ জন ও ধামরাইয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাভার পৌর বিএনপির এক নেতা বলেন, গত সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পেছনের কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। তাঁদের মধ্যে ধামরাই পৌর বিএনপির সহসভাপতি আনোয়ার জাহিদ তালুকদার রয়েছেন। তাঁকে আশুলিয়া থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওই নেতা জানান, পুলিশ গত সোমবার থেকে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের বাসায় বাসায় অভিযান চালাচ্ছে। গত সোমবার সাভার পৌরসভার কাউন্সিলর ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমানের মজিদপুরের বাসায় অভিযান চালায় পুলিশ। আবদুর রহমান তখন বাসায় ছিলেন না। পুলিশ এ সময় লিটন নামের তাঁর বাসার এক ভাড়াটিয়াকে ধরে নিয়ে যায়। লিটন স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।
ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি বলেন, ‘তিন থানায় ১১টি মামলা হয়েছে। এসব মামলায় অন্তত ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও মামলা প্রক্রিয়াধীন। পাশাপাশি গ্রেপ্তার অভিযানও চলমান।’
ঢাকার সাভারে গত শনিবার সন্ধ্যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ দেখতে গিয়ে গুলিবিদ্ধ হন পোশাকশ্রমিক শুভ শীল (২৫)। এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ভোরে তিনি মারা যান।
শুভ শীল ঝিনাইদহের বিকাশ শীলের ছেলে। তিনি সাভার পৌর এলাকার দক্ষিণপাড়ায় থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ও আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন শুভ।
এদিকে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই থানায় ১১টি মামলা হয়েছে। এসব মামলায় অন্তত ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ও আটকদের মধ্যে বিএনপি ও জামায়াতের উল্লেখযোগ্য কেউ নেই বলে দলীয় সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, মারধর, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুট ও সরকারি কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অপরাধে সাভার থানায় সাতটি, আশুলিয়া থানায় তিনটি ও ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এসব মানলায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সাভারে শতাধিক, আশুলিয়ায় ৩৭ জন ও ধামরাইয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাভার পৌর বিএনপির এক নেতা বলেন, গত সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পেছনের কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। তাঁদের মধ্যে ধামরাই পৌর বিএনপির সহসভাপতি আনোয়ার জাহিদ তালুকদার রয়েছেন। তাঁকে আশুলিয়া থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওই নেতা জানান, পুলিশ গত সোমবার থেকে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের বাসায় বাসায় অভিযান চালাচ্ছে। গত সোমবার সাভার পৌরসভার কাউন্সিলর ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমানের মজিদপুরের বাসায় অভিযান চালায় পুলিশ। আবদুর রহমান তখন বাসায় ছিলেন না। পুলিশ এ সময় লিটন নামের তাঁর বাসার এক ভাড়াটিয়াকে ধরে নিয়ে যায়। লিটন স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।
ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি বলেন, ‘তিন থানায় ১১টি মামলা হয়েছে। এসব মামলায় অন্তত ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও মামলা প্রক্রিয়াধীন। পাশাপাশি গ্রেপ্তার অভিযানও চলমান।’
টাঙ্গাইলের সখীপুর উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় পোলট্রি খামারের বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ। ফসলি জমির মাঝে গড়ে ওঠা খামার থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে ওই এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
৪৩ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৮ ঘণ্টা আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৮ ঘণ্টা আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৮ ঘণ্টা আগে