গোপালগঞ্জ প্রতিনিধি
রাজধানীর উত্তরায় ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ডাকাতি মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ থানা-পুলিশ। গতকাল শুক্রবার রাতে প্রেসক্লাবের সামনে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে থেকে তাঁর এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২ লাখ ৪৩ হাজার জাল টাকা এবং জাল টাকা বিক্রির নগদ ৩ লাখ ৮৩ হাজার টাকা জব্দ করা হয়। পাশাপাশি একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হাবিবুর রহমান (৪০) গোপালগঞ্জ সদর উপজেলার হারিদাসপুর গ্রামের হিরু শেখের ছেলে। তাঁর সহযোগী রিপন শেখ বাটু (৩৭) একই গ্রামের নওশের আলী শেখের ছেলে।
তাঁদের মধ্যে হাবিবুরের বিরুদ্ধে তুরাগ থানায় ডাচ বাংলা ব্যাংকের ১১ কোটি টাকা ডাকাতিসহ দুটি এবং রিপনের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় দুটি মামলা রয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, কেনাকাটা করার সময় জালটাকা দেওয়ার অভিযোগে শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবের সামনে থেকে হাবিবুরকে এবং জেনারেল হাসপাতালের সামনে থেকে রিপন শেখ বাটুকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে এবং প্রাইভেটকারের ভেতর থেকে মোট ২ লাখ ৪৩ হাজার জাল টাকা ও নগদ ৩ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধারের পর জব্দ করা হয়।
ওসি বলেন, শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রাজধানীর উত্তরায় ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ডাকাতি মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ থানা-পুলিশ। গতকাল শুক্রবার রাতে প্রেসক্লাবের সামনে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে থেকে তাঁর এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২ লাখ ৪৩ হাজার জাল টাকা এবং জাল টাকা বিক্রির নগদ ৩ লাখ ৮৩ হাজার টাকা জব্দ করা হয়। পাশাপাশি একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হাবিবুর রহমান (৪০) গোপালগঞ্জ সদর উপজেলার হারিদাসপুর গ্রামের হিরু শেখের ছেলে। তাঁর সহযোগী রিপন শেখ বাটু (৩৭) একই গ্রামের নওশের আলী শেখের ছেলে।
তাঁদের মধ্যে হাবিবুরের বিরুদ্ধে তুরাগ থানায় ডাচ বাংলা ব্যাংকের ১১ কোটি টাকা ডাকাতিসহ দুটি এবং রিপনের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় দুটি মামলা রয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, কেনাকাটা করার সময় জালটাকা দেওয়ার অভিযোগে শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবের সামনে থেকে হাবিবুরকে এবং জেনারেল হাসপাতালের সামনে থেকে রিপন শেখ বাটুকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে এবং প্রাইভেটকারের ভেতর থেকে মোট ২ লাখ ৪৩ হাজার জাল টাকা ও নগদ ৩ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধারের পর জব্দ করা হয়।
ওসি বলেন, শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
২ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া...
৩৯ মিনিট আগে২০০৭ সালে আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে আমানকে ১৩ বছরের ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল কর
৪৩ মিনিট আগেগাজীপুর মহানগরীর পূবাইলে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে গত ২০ এপ্রিল সকালে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কারাগারে অসুস্থ হয়ে ওই ইমামের মৃত্যু হয়। ইমামের এই মৃত্যুকে পরিকল্পিত...
১ ঘণ্টা আগে