ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সালথায় নৌকা প্রতীকের সমর্থককে মারধরের মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল হোসেনকে (৩০) গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মারধরের ঘটনায় গতকাল মঙ্গলবার মামলা হয়।
নাজমুল হোসেন সালথা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার উদ্দিন মাতুব্বরের ছেলে। এ ছাড়া তিনি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জামাল হোসেন মিয়ার অনুসারী।
নাজমুলকে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সালথা থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কাগদী এলাকা থেকে নাজমুলকে গ্রেপ্তার করা হয়।’
মামলা থেকে জানা গেছে, নৌকার পক্ষে নির্বাচন করায় গত ১ ফেব্রুয়ারি কাগদী বাজারে নাজমুলের নেতৃত্বে মাসুদ মোল্যা নামের এক ব্যক্তির ওপর হামলা হয়। এই ঘটনায় তাঁর ভাই ইবাদত মোল্যা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, ‘সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি মারধরের ঘটনায় গতকাল মামলা হয়। এই মামলার এজাহারভুক্ত আসামি নাজমুল। আজ সকালে তাঁকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।’
এদিকে গত ২৮ জানুয়ারি সালথায় সংবর্ধনা অনুষ্ঠানে নাজমুলের বিরুদ্ধে নির্বাচনে নৌকার পক্ষে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন নবনির্বাচিত স্থানীয় সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী।
ফরিদপুরের সালথায় নৌকা প্রতীকের সমর্থককে মারধরের মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল হোসেনকে (৩০) গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মারধরের ঘটনায় গতকাল মঙ্গলবার মামলা হয়।
নাজমুল হোসেন সালথা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার উদ্দিন মাতুব্বরের ছেলে। এ ছাড়া তিনি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জামাল হোসেন মিয়ার অনুসারী।
নাজমুলকে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সালথা থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কাগদী এলাকা থেকে নাজমুলকে গ্রেপ্তার করা হয়।’
মামলা থেকে জানা গেছে, নৌকার পক্ষে নির্বাচন করায় গত ১ ফেব্রুয়ারি কাগদী বাজারে নাজমুলের নেতৃত্বে মাসুদ মোল্যা নামের এক ব্যক্তির ওপর হামলা হয়। এই ঘটনায় তাঁর ভাই ইবাদত মোল্যা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, ‘সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি মারধরের ঘটনায় গতকাল মামলা হয়। এই মামলার এজাহারভুক্ত আসামি নাজমুল। আজ সকালে তাঁকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।’
এদিকে গত ২৮ জানুয়ারি সালথায় সংবর্ধনা অনুষ্ঠানে নাজমুলের বিরুদ্ধে নির্বাচনে নৌকার পক্ষে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন নবনির্বাচিত স্থানীয় সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী।
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৮ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৮ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৪ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৭ মিনিট আগে