Ajker Patrika

নিয়ন্ত্রণ হারিয়ে মগবাজার ফ্লাইওভারে সিএনজি ও প্রাইভেট কারে ট্রাকের ধাক্কা, আহত ৩ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ মে ২০২৩, ১০: ৪০
নিয়ন্ত্রণ হারিয়ে মগবাজার ফ্লাইওভারে সিএনজি ও প্রাইভেট কারে ট্রাকের ধাক্কা, আহত ৩ 

রাজধানীর মগবাজার ফ্লাইওভারে ইট বহনকারী ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশা ও প্রাইভেটে কারে থাকা তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। 

প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে ওই ঘটনায় একটি সিএনজি, একটি মাইক্রো ও একটি প্রাইভেট কার দুমড়ে-মুচড়ে গেছে। 

বিষয়টি নিশ্চিত করেন হাতিরঝিল থানার ইন্সেপেক্টর (অপারেশন) আব্দুল কুদ্দুস। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের হাসপাতালে পাঠিয়েছি। সড়ক সচল রাখতে ফ্লাইওভার থেকে গাড়িগুলো সরিয়েছি। এ ঘটনায় অটোরিকশার চালক ও যাত্রী এবং মাইক্রোবাসে থাকা এক যাত্রী আহত হয়েছেন। প্রাথমিকভাবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি। 

আব্দুল কুদ্দুস আরও বলেন, ইট বহনকারী ট্রাকের চালক পালিয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে।

 স্থানীয়রা জানান, ইট বহনকারী ট্রাকটি ব্রেকফেল করায় মগবাজার ফ্লাইওভার থেকে নামতে গিয়ে অটোরিকশা, প্রাইভেট কার ও মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে ওই গাড়িগুলো দুমড়ে-মুচড়ে গেছে। গাড়িগুলোতে থাকা যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, পুলিশ সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাকটি সরাচ্ছে। সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। মাইক্রোবাসটির পেছনে দিকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

বিক্ষোভ থেকে সহিংসতায় উত্তাল ভাঙ্গা, মসজিদে আশ্রয় নিয়েছেন পুলিশ সদস্যরা

উত্তাল ভাঙ্গা: থানাসহ চারটি সরকারি দপ্তরে হামলা-ভাঙচুর, পুলিশসহ আহত অনেকে

কক্সবাজার, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের ডিসি প্রত্যাহার

শাহ আমানতে ফিরছে ফ্লাই দুবাই ও সালাম এয়ার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত