ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওরে দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রী লায়লা আরজুকে (৬০) গলা কেটে হত্যা করেছেন তাঁর স্বামী সেকেন্দার আলী (৬৬)। উপজেলার রাথুরা গ্রামে ১৫ জানুয়ারি গলা কেটে এক নারীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার স্বামী আদালতে জবানবন্দিতে এ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) ইয়াসমিন খাতুন। এর আগে গতকাল দায় স্বীকার করে মানিকগঞ্জ আদালতে ১৬৪ ধারায় আসামি এই জবানবন্দি দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, উপজেলার রাথুরা গ্রামে সেকেন্দার আলী ও লায়লা আরজু দম্পতির এক ছেলে ও এক মেয়ে বিয়ে করে নিজ নিজ কর্মস্থলের কাছে বসবাস করেন। বাড়িতে থাকতেন সেকেন্দার আলী ও তাঁর স্ত্রী লায়লা আরজু। গত ১৫ জানুয়ারি সকালে ওই তিনতলা বাড়ির দ্বিতল ভবন থেকে গলাকাটা লায়লা আরজুর লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন নিহতের ভাই ময়নুল ইসলাম মুকুল বাদী হয়ে ঘিওর থানায় হত্যা মামলা করেন।
পুলিশের তদন্তের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, ঘটনার সঙ্গে নিহতের স্বামী সেকেন্দার আলী সরাসরি যুক্ত। তাঁকে শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়ার পর সেকেন্দার আলী স্ত্রীকে হত্যার কারণ পুলিশকে খুলে বলেন।
সেকেন্দার আলী পুলিশকে বলেন, তাঁর স্ত্রী ডায়াবেটিস, হাই প্রেশার, থাইরয়েড ও ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত। তা ছাড়া তাঁর জরায়ু অপসারণ করা হয়েছিল। ২০২২ সাল থেকে তিনি অসুস্থ। এসব কারণে তিনি দ্বিতীয় বিয়ে করবেন জানালে স্ত্রী তাতে বাধা দেন। এ নিয়ে গত ১৪ জানুয়ারি রাতে তাঁদের মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে পরদিন সকালে আবারও ঝগড়ার একপর্যায়ে স্ত্রীকে ধাক্কা দিয়ে তিনি মেঝেতে ফেলে দেন। পরে রান্নাঘর থেকে ফল কাটার ছুরি দিয়ে স্ত্রীর গলায় আঘাত করে বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে চলে যান। সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি ফিরে তিনি চিৎকার করে বলেন যে, তাঁর স্ত্রীকে কে বা কারা গলা কেটে হত্যা করেছে।
পুলিশ সুপার ইয়াসমিন বলেন, মামলা হওয়ার পর মাত্র দুই দিনের মধ্যে আলোচিত এই হত্যার রহস্য উন্মোচন করা হয়েছে। গতকাল শনিবার আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। আদালত আসামিকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন।
মানিকগঞ্জের ঘিওরে দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রী লায়লা আরজুকে (৬০) গলা কেটে হত্যা করেছেন তাঁর স্বামী সেকেন্দার আলী (৬৬)। উপজেলার রাথুরা গ্রামে ১৫ জানুয়ারি গলা কেটে এক নারীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার স্বামী আদালতে জবানবন্দিতে এ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) ইয়াসমিন খাতুন। এর আগে গতকাল দায় স্বীকার করে মানিকগঞ্জ আদালতে ১৬৪ ধারায় আসামি এই জবানবন্দি দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, উপজেলার রাথুরা গ্রামে সেকেন্দার আলী ও লায়লা আরজু দম্পতির এক ছেলে ও এক মেয়ে বিয়ে করে নিজ নিজ কর্মস্থলের কাছে বসবাস করেন। বাড়িতে থাকতেন সেকেন্দার আলী ও তাঁর স্ত্রী লায়লা আরজু। গত ১৫ জানুয়ারি সকালে ওই তিনতলা বাড়ির দ্বিতল ভবন থেকে গলাকাটা লায়লা আরজুর লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন নিহতের ভাই ময়নুল ইসলাম মুকুল বাদী হয়ে ঘিওর থানায় হত্যা মামলা করেন।
পুলিশের তদন্তের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, ঘটনার সঙ্গে নিহতের স্বামী সেকেন্দার আলী সরাসরি যুক্ত। তাঁকে শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়ার পর সেকেন্দার আলী স্ত্রীকে হত্যার কারণ পুলিশকে খুলে বলেন।
সেকেন্দার আলী পুলিশকে বলেন, তাঁর স্ত্রী ডায়াবেটিস, হাই প্রেশার, থাইরয়েড ও ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত। তা ছাড়া তাঁর জরায়ু অপসারণ করা হয়েছিল। ২০২২ সাল থেকে তিনি অসুস্থ। এসব কারণে তিনি দ্বিতীয় বিয়ে করবেন জানালে স্ত্রী তাতে বাধা দেন। এ নিয়ে গত ১৪ জানুয়ারি রাতে তাঁদের মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে পরদিন সকালে আবারও ঝগড়ার একপর্যায়ে স্ত্রীকে ধাক্কা দিয়ে তিনি মেঝেতে ফেলে দেন। পরে রান্নাঘর থেকে ফল কাটার ছুরি দিয়ে স্ত্রীর গলায় আঘাত করে বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে চলে যান। সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি ফিরে তিনি চিৎকার করে বলেন যে, তাঁর স্ত্রীকে কে বা কারা গলা কেটে হত্যা করেছে।
পুলিশ সুপার ইয়াসমিন বলেন, মামলা হওয়ার পর মাত্র দুই দিনের মধ্যে আলোচিত এই হত্যার রহস্য উন্মোচন করা হয়েছে। গতকাল শনিবার আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। আদালত আসামিকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৮ ঘণ্টা আগে