Ajker Patrika

আবাসন নিয়ে স্পষ্ট নির্দেশনা না পাওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না ঢামেক শিক্ষার্থীরা

ঢামেক প্রতিনিধি
ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা জানিয়েছেন, বাজেট ও বিকল্প আবাসন নিয়ে এখনো পরিষ্কার নির্দেশনা না পাওয়ায় তাঁরা ক্লাসে ফিরছেন না। তাঁদের দাবি, ক্লাসে ফেরার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি এবং হল ছাড়ার নোটিশ তাঁরা প্রত্যাখ্যান করেছেন। আজ সোমবার (২৩ জুন) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর সঙ্গে বৈঠক শেষে শিক্ষার্থীরা সাংবাদিকদের এসব কথা বলেন।

শিক্ষার্থীদের প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘গতকাল আমরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম। এর পরিপ্রেক্ষিতে আজ আমাদের কয়েকজন প্রতিনিধিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানানো হয়। এর সমাধান চাই বলেই আলোচনা করতে এসেছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী বৈঠকে সব দাবির সঙ্গে একমত হয়েছেন। তবে বাজেট ও বিকল্প আবাসন নিয়ে এখনো পরিষ্কার নির্দেশনা তাঁর কাছ থেকে পাইনি। এখনো ক্লাসে ফেরার মতো পরিবেশ তৈরি হয়নি। সবকিছুর জন্য অপেক্ষা করা হচ্ছে।’

আব্দুল্লাহ আল নোমান আরও বলেন, ‘আলোচনা হয়েছে, তবে পরিষ্কার রোডম্যাপ না পাওয়ায় এখনই ক্লাসে ফেরা হচ্ছে না। দ্রুত সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করি। হল ছাড়ার নোটিশকে আমরা প্রত্যাখ্যান করছি। হল ছাড়া হবে না। নতুন ব্যাচকে আবাসন দেওয়ার মতো জায়গা নেই, তাহলে তারা কীভাবে ক্লাস করবে? একাডেমিক ক্ষতি হচ্ছে আমরা জানি, তাই পিছিয়ে পড়তে চাই না। দ্রুত দাবি আদায় ও রোডম্যাপ চাই।’

শিক্ষার্থীদের সঙ্গে থাকা ডা. ফজলে রাব্বী হলের সহকারী প্রভোস্ট ডা. শহীদুল ইসলাম আকন বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজের হলগুলো বসবাসের অনুপযুক্ত। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। সবাই একমত হয়ে সমাধান হওয়া দরকার। শিক্ষার্থীদের দাবি ছিল উচ্চ মহলে তা জানানোর। তাদের সঙ্গে একমত হয়ে এখানে জানাতে এসেছি। নতুন ব্যাচকে আবাসন দেওয়ার মতো অবস্থা নেই। তবে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরতে চায় সবাই। আশু সমাধানের কথা বলা হয়েছে।’ তিনি আরও বলেন, স্বাস্থ্য উপদেষ্টা জানিয়েছেন, রাতারাতি সবকিছু সম্ভব নয়। তবে যা দ্রুত করা সম্ভব, তা দ্রুত করা হবে এবং যে বিষয়ে সময় লাগবে, তা ধীরে ধীরে করা হবে। নতুন বাসা ভাড়া করে বা সরকারি কোনো ভবনে ব্যবস্থা করার জন্য বলেছি। রোডম্যাপ নিয়ে প্রাথমিক আলাপ হয়েছে, আলোচনা চলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত