Ajker Patrika

অবৈধ সম্পদ অর্জনের মামলা: স্থায়ী জামিন পেল সম্রাট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ২৩: ০৫
অবৈধ সম্পদ অর্জনের মামলা: স্থায়ী জামিন পেল সম্রাট

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন স্থায়ী করা হয়েছে। একই সঙ্গে মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ৫ মার্চ দিন ধার্য করা হয়েছে। আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মঞ্জুরুল ইমাম এসব আদেশ দেন।

আদালতে সম্রাট হাজির ছিলেন। তাঁর পক্ষে আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হীরা জামিন স্থায়ী করার আবেদন জানালে আদালত আবেদন মঞ্জুর করেন।

অন্যদিকে সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল আজ। কিন্তু আইনজীবী সময়ের আবেদন করায় আদালত মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির নতুন তারিখ ধার্য করেন।

এই নিয়ে ১৭ বারের মতো অভিযোগ গঠন বিষয়ে শুনানি পিছিয়ে দেওয়া হলো। গত বছর ২১ জুন,  ৬ জুলাই, ১১ আগস্ট, ২২ আগস্ট, ১৯ সেপ্টেম্বর, ২০ অক্টোবর, ৮ নভেম্বর, ১১ ডিসেম্বর, ৩০ জানুয়ারি, ১ মার্চ,  ৯ এপ্রিল, ১৫ মে, ১ জুলাই, ৬ জুলাই, ২৮ আগস্ট ও ২ অক্টোবর অভিযোগ গঠন বিষয়ে শুনানি হয়নি।

২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০২১ সালের ২৬ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।

সম্রাট গ্রেপ্তার হওয়ার পর জামিন দেওয়া হলে হাইকোর্টের নির্দেশে জামিন বাতিল হয়। পরে ২০২২ সালের ২২ আগস্ট সম্রাটকে গুরুতর অসুস্থ বিবেচনায় পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন দেন আদালত। সেই দিন থেকে তিনি জামিনে আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত