নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম, তাঁর স্ত্রী মাহিন ইমাম ও কন্যা মানিজে ইসমত ইমামের নামে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক মামলা করেছে। আজ রোববার কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তাঁর বিরুদ্ধে ৩০ কোটি ৬২ লাখ ৩ হাজার ৮৩৬ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগ আনা হয়েছে। তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা করা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক মো. সহিদুর রহমান ও দুদকের উপসহকারী পরিচালক ওয়াশকুরুনী বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, জাতীয় সংসদ সদস্য হিসেবে নিজ ক্ষমতার অপব্যবহার করে এই সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।
অপর মামলাটি করা হয়েছে তানভীর ইমামের স্ত্রী মাহিন ইমামের বিরুদ্ধে। এই মামলায় তানভীর ইমামকে আসামি করা হয়েছে। সর্বমোট ৩ কোটি ৭ লাখ ৪৯ হাজার ৫৪৮ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগ আনা হয়েছে। তানভীর সংসদ সদস্য থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তাঁর স্ত্রী মাহিনকে অপরাধে সহায়তা করে আয় বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
তৃতীয় মামলায় তানভীর ইমাম ও তাঁর কন্যা মানিজে ইসমত ইমামের বিরুদ্ধে দায়ের করা হয়েছে। মামলায় মানিজের বিরুদ্ধে ১ কোটি ৮৭ লাখ ১৫ হাজার ৭১৭ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। সংসদ সদস্য থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে তিনি মেয়েকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
তানভীর ইমাম আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ছিলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম, তাঁর স্ত্রী মাহিন ইমাম ও কন্যা মানিজে ইসমত ইমামের নামে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক মামলা করেছে। আজ রোববার কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তাঁর বিরুদ্ধে ৩০ কোটি ৬২ লাখ ৩ হাজার ৮৩৬ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগ আনা হয়েছে। তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা করা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক মো. সহিদুর রহমান ও দুদকের উপসহকারী পরিচালক ওয়াশকুরুনী বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, জাতীয় সংসদ সদস্য হিসেবে নিজ ক্ষমতার অপব্যবহার করে এই সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।
অপর মামলাটি করা হয়েছে তানভীর ইমামের স্ত্রী মাহিন ইমামের বিরুদ্ধে। এই মামলায় তানভীর ইমামকে আসামি করা হয়েছে। সর্বমোট ৩ কোটি ৭ লাখ ৪৯ হাজার ৫৪৮ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগ আনা হয়েছে। তানভীর সংসদ সদস্য থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তাঁর স্ত্রী মাহিনকে অপরাধে সহায়তা করে আয় বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
তৃতীয় মামলায় তানভীর ইমাম ও তাঁর কন্যা মানিজে ইসমত ইমামের বিরুদ্ধে দায়ের করা হয়েছে। মামলায় মানিজের বিরুদ্ধে ১ কোটি ৮৭ লাখ ১৫ হাজার ৭১৭ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। সংসদ সদস্য থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে তিনি মেয়েকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
তানভীর ইমাম আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ছিলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৫ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৫ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৫ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৫ ঘণ্টা আগে