নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত দুদিনের (শুক্র-শনি) ছুটিতে অমর একুশে বইমেলা ছিল জমজমাট। মেলার শেষ দিক হওয়ায় উপচেপড়া ভিড় ছিল। ছুটি শেষে গতকাল রোববার বইমেলা প্রাঙ্গণ ছিল ছিমছাম, ভিড়মুক্ত। পাঠক ও দর্শনার্থীরা বেশ আরাম করেই মেলায় বই দেখেছেন, কিনেছেন। অনেকে তালিকা করে বই কিনতে এসেছেন।
বই মেলায় শব্দশৈলী স্টলের সামনে দাঁড়িয়ে বই কিনছিলেন তারান্নুম তানিয়া। তার হাতে বইয়ের তালিকার ছোট্ট একটি চিরকুট। তিনি জানালেন, প্রথম দিকে বই আসে কম, ভিড়ও ছিল বেশি। তাই মেলার শেষ দিকে এসেছেন। নিজের পছন্দের বইগুলোর নাম লিখে এনেছেন। সেগুলো বিভিন্ন স্টল থেকে কিনছেন।
জানা গেল, বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও তালিকা করে বই কেনা হচ্ছে। আগামী প্রকাশনীর ব্যবস্থাপক আমিরুল ইসলাম বলেন, ‘বই বিক্রি আগের থেকে ভালো, পাঠকও আসছে। তবে এখন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বই কিনতে আসছেন অনেকে।’
মেলা ঘুরে দেখা গেছে, পাঠাগার, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যক্তিগত লাইব্রেরিসহ বেসরকারি প্রতিষ্ঠানের নিজস্ব লাইব্রেরির জন্য বই কেনা হচ্ছে। মেলায় ইলিয়াস আহমেদ এসেছেন তার ব্যক্তিগত লাইব্রেরির জন্য বই কিনতে। তার বাড়ি ময়মনসিংহ। পেশায় ব্যবসায়ী। বই কেনা ও পাঠাগার তার একটি শখ। পাঠাগারের জন্য এবার ৫০ হাজার টাকার বই কিনছেন।
বাংলা একাডেমির তথ্য অনুযায়ী, রোববার মেলায় নতুন বই এসেছে ৯৬ টি। এ পর্যন্ত মেলায় আসা মোট বইয়ের সংখ্যা ২ হাজার ৮৩৫ টি। আজ মেলায় আসা বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য তাম্রলিপি থেকে বুলবন ওসমানের ‘শ্রেষ্ঠ কিশোর গল্প’, পাঠক সমাবেশ থেকে রাজু আলাউদ্দিনের ‘মার্কেসযাপন ও কলম্বিয়া ভ্রমণ’, ঐতিহ্য থেকে আব্দুল মান্নাস সৈয়দের আত্মজীবনী ‘ভেসেছিলাম ভাঙা ভেলায়’ ইত্যাদি।
গতকাল বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্মরণ: স্থপতি মোবাশ্বের হোসেন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন কাজী নূরুল করিম দিলু। আলোচনায় অংশগ্রহণ করেন তানভীর নেওয়াজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেবুন নাসরীন আহমেদ।
লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন ছড়াকার লুৎফর রহমান রিটন, কথাসাহিত্যিক জসিম মল্লিক, কবি শিবলী মোকতাদির, নাট্যকার খায়রুল বাসার এবং শিশুসাহিত্যিক উৎপলকান্তি বড়ুয়া।
বই-সংলাপ ও রিকশাচিত্র প্রদর্শন মঞ্চে বিকেল ৫টায় কবি ও চলচ্চিত্রকার মাসুদ পথিকের কবিতা ও চলচ্চিত্র বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি এজাজ ইউসুফী, জান্নাতুল ফেরদৌসী, উৎপলকান্তি বড়ুয়া, প্রসপারিনা সরকার, অংকিতা আহমেদ রুবি, রিশাদ হুদা, সৌমিত্র দেব, অরবিন্দ চক্রবর্তী, আহসান মালেক, রওশন ঝুনু, সমর চক্রবর্তী, গিরিশ গৈরিক এবং আহমেদ জসিম। ছড়া পাঠ করেন ছড়াকার আখতার হুসেন, আমীরুল ইসলাম, লুৎফর রহমান রিটন, ফারুক হোসেন, আনজীর লিটন, মাহমুদউল্লাহ, সারওয়ার উল আলম, রিফাত নিগার শাপলা এবং তপংকর চক্রবর্তী।
আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী মাহমুদা আখতার, চিং হ্লা মং চৌধুরী এবং চৌধুরী মুহাম্মদ জাহাঙ্গীর।
আজ সোমবার অমর একুশে বইমেলার ২৬ তম দিন। মেলা শুরু হবে বেলা ১২টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।
গত দুদিনের (শুক্র-শনি) ছুটিতে অমর একুশে বইমেলা ছিল জমজমাট। মেলার শেষ দিক হওয়ায় উপচেপড়া ভিড় ছিল। ছুটি শেষে গতকাল রোববার বইমেলা প্রাঙ্গণ ছিল ছিমছাম, ভিড়মুক্ত। পাঠক ও দর্শনার্থীরা বেশ আরাম করেই মেলায় বই দেখেছেন, কিনেছেন। অনেকে তালিকা করে বই কিনতে এসেছেন।
বই মেলায় শব্দশৈলী স্টলের সামনে দাঁড়িয়ে বই কিনছিলেন তারান্নুম তানিয়া। তার হাতে বইয়ের তালিকার ছোট্ট একটি চিরকুট। তিনি জানালেন, প্রথম দিকে বই আসে কম, ভিড়ও ছিল বেশি। তাই মেলার শেষ দিকে এসেছেন। নিজের পছন্দের বইগুলোর নাম লিখে এনেছেন। সেগুলো বিভিন্ন স্টল থেকে কিনছেন।
জানা গেল, বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও তালিকা করে বই কেনা হচ্ছে। আগামী প্রকাশনীর ব্যবস্থাপক আমিরুল ইসলাম বলেন, ‘বই বিক্রি আগের থেকে ভালো, পাঠকও আসছে। তবে এখন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বই কিনতে আসছেন অনেকে।’
মেলা ঘুরে দেখা গেছে, পাঠাগার, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যক্তিগত লাইব্রেরিসহ বেসরকারি প্রতিষ্ঠানের নিজস্ব লাইব্রেরির জন্য বই কেনা হচ্ছে। মেলায় ইলিয়াস আহমেদ এসেছেন তার ব্যক্তিগত লাইব্রেরির জন্য বই কিনতে। তার বাড়ি ময়মনসিংহ। পেশায় ব্যবসায়ী। বই কেনা ও পাঠাগার তার একটি শখ। পাঠাগারের জন্য এবার ৫০ হাজার টাকার বই কিনছেন।
বাংলা একাডেমির তথ্য অনুযায়ী, রোববার মেলায় নতুন বই এসেছে ৯৬ টি। এ পর্যন্ত মেলায় আসা মোট বইয়ের সংখ্যা ২ হাজার ৮৩৫ টি। আজ মেলায় আসা বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য তাম্রলিপি থেকে বুলবন ওসমানের ‘শ্রেষ্ঠ কিশোর গল্প’, পাঠক সমাবেশ থেকে রাজু আলাউদ্দিনের ‘মার্কেসযাপন ও কলম্বিয়া ভ্রমণ’, ঐতিহ্য থেকে আব্দুল মান্নাস সৈয়দের আত্মজীবনী ‘ভেসেছিলাম ভাঙা ভেলায়’ ইত্যাদি।
গতকাল বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্মরণ: স্থপতি মোবাশ্বের হোসেন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন কাজী নূরুল করিম দিলু। আলোচনায় অংশগ্রহণ করেন তানভীর নেওয়াজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেবুন নাসরীন আহমেদ।
লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন ছড়াকার লুৎফর রহমান রিটন, কথাসাহিত্যিক জসিম মল্লিক, কবি শিবলী মোকতাদির, নাট্যকার খায়রুল বাসার এবং শিশুসাহিত্যিক উৎপলকান্তি বড়ুয়া।
বই-সংলাপ ও রিকশাচিত্র প্রদর্শন মঞ্চে বিকেল ৫টায় কবি ও চলচ্চিত্রকার মাসুদ পথিকের কবিতা ও চলচ্চিত্র বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি এজাজ ইউসুফী, জান্নাতুল ফেরদৌসী, উৎপলকান্তি বড়ুয়া, প্রসপারিনা সরকার, অংকিতা আহমেদ রুবি, রিশাদ হুদা, সৌমিত্র দেব, অরবিন্দ চক্রবর্তী, আহসান মালেক, রওশন ঝুনু, সমর চক্রবর্তী, গিরিশ গৈরিক এবং আহমেদ জসিম। ছড়া পাঠ করেন ছড়াকার আখতার হুসেন, আমীরুল ইসলাম, লুৎফর রহমান রিটন, ফারুক হোসেন, আনজীর লিটন, মাহমুদউল্লাহ, সারওয়ার উল আলম, রিফাত নিগার শাপলা এবং তপংকর চক্রবর্তী।
আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী মাহমুদা আখতার, চিং হ্লা মং চৌধুরী এবং চৌধুরী মুহাম্মদ জাহাঙ্গীর।
আজ সোমবার অমর একুশে বইমেলার ২৬ তম দিন। মেলা শুরু হবে বেলা ১২টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২২ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
২৭ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩২ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে