Ajker Patrika

এলজিইডির অতিরিক্ত প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ মে ২০২৪, ২০: ২৯
এলজিইডির অতিরিক্ত প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মজিবুর রহমান সিকদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি বর্তমানে পিআরএলে আছেন। অবৈধ সম্পদের তথ্য ধামাচাপা দিতে মাছচাষির পরিচয় দিতেন। ভুয়া রেকর্ডপত্র সৃজনপূর্বক ১ কোটি ২৪ লাখ ৪ হাজার টাকার সম্পদ গোপন করেন।

পাশাপাশি ৪ কোটি ২০ লাখ ৩৭ হাজার ৫২৮ টাকার সম্পদ অর্জন করেছেন। দুদক আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা এবং ২৬ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাঁর বিরুদ্ধে মামলা করেছে দুদক।

আজ মঙ্গলবার দুদকের উপপরিচালক জেসমিন আক্তার বাদী হয়ে সংস্থাটির ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন। সংস্থাটির ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে আসামির সম্পদ বিবরণী তলব করে দুদক।

আসামির দাখিলকৃত সম্পদ বিবরণী পর্যালোচনায় আরও দেখা যায়, তিনি স্থাবর ও অস্থাবর ১০ কোটি ৭৮ লাখ ৯০ হাজার টাকার সম্পদের ঘোষণা দেন। দাখিলকৃত সম্পদ বিবরণীতে তিনি কোনো দায়-দেনার তথ্য প্রদান করেননি। তবে দুদকের অনুসন্ধানকালে স্থাবর সম্পদ অস্থাবর সম্পদসহ পারিবারিক ব্যয় ব্যতীত সর্বমোট ১২ কোটি ২ লাখ ৯৪ হাজার ৯৩৬ টাকার তথ্য পাওয়া যায়। অনুসন্ধানকালে ঘোষণার চেয়ে ১ কোটি ২৪ লাখ ৪ হাজার টাকার বেশি পাওয়া যায় এবং এ সংক্রান্ত কোনো রসিদ বা কোনো রেকর্ডপত্র যাচাইকালে দাখিল করতে পারেননি মজিবুর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত