Ajker Patrika

আজাদ প্রোডাক্টসের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজাদ প্রোডাক্টসের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হোল্ডিংস ট্যাক্স বাকি রাখায় আজাদ প্রোডাক্টসের মালিক আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ডিএসসিসির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আলাউল আকবর।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তথ্য কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য নিশ্চিত করেছেন।

আবু নাছের বলেন, ৪৩ লাখ ৯৩ হাজার ৫২ টাকা ৫১ পয়সা হোল্ডিং ট্যাক্স পরিশোধ না করায় আজাদ প্রোডাক্টসের মালিক আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন করপোরেশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

গতকাল বুধবার বকেয়া পরিশোধের জন্য বারবার তাগাদা দেওয়া ও তলব করা সত্ত্বেও পৌর কর পরিশোধে কোনো পদক্ষেপ গ্রহণ না করে আদালতে উপস্থিত না হওয়ায় আদালত এ আদেশ দেন। আদেশে আজাদ প্রোডাক্টসের মালিককে যেন গ্রেপ্তার করা হয় সে জন্য রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়।

এছাড়াও আদেশে আগামী ৩০ আগস্ট আসামির উপস্থিতি নিশ্চিত করা এবং চার্জ ও ডিসচার্জের জন্য শুনানি অনুষ্ঠানের দিন ধার্য করেন আদালত। ফৌজদারি কার্যবিধির ৭৫ ধারা অনুসারে আদালত এ আদেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত