নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর নীলক্ষেতের একটি মার্কেটের মসজিদের ভেতরে তাবলীগ জামাতের সাদ ও জুবায়ের পন্থী দুই গ্রুপের মারামারির ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম শামসুল হক (৫৫)।
আজ বুধবার আসরের নামাজের পর নীলক্ষেত জিলানী মার্কেটের ৩য় তলার পাঞ্জেগানা মসজিদে এই মারামারির ঘটনা ঘটে। অচেতন অবস্থায় শামসুল হককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, শামসুলের বাসা হাজারীবাগ ৮ নম্বর কুলাল মহল লেনে। জিলানী মার্কেটের ২য় তলায় ‘জীবন সাথী’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার। ১ বছর আগে একবার স্ট্রোক করেছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শী গোলাম সাব্বির এরশাদ জানান, মৃত শামসুল হকসহ তারা সাদপন্থী। সপ্তাহে বুধবার তারা সাদপন্থীরা আসরের নামাজের পর মসজিদের ভেতর ধর্মীয় বয়ান করেন। আজ ১০-১২ জন সাদপন্থী সেই বয়ানে অংশ নেন। তখন যুবায়ের পন্থী আনোয়ার হাওলাদার (৪০) তাদেরকে খারাপ ভাষায় শাসিয়ে মসজিদ থেকে বের হয়ে যেতে বলেন। গোলাম সাব্বির এরশাদ প্রতিবাদ করায় আনোয়ার তাঁর পাঞ্জাবির কলার ধরে টেনে মসজিদের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন আনোয়ারকে বাধা দেন শামসুল হক। ক্ষিপ্ত হয়ে তার বুকে কিলঘুষি মারের আনোয়ার। এতে মসজিদের ভেতরই অচেতন হয়ে পড়েন শামসুল। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারি ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, অচেতন অবস্থায় তাকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবার ও পরিচিত ব্যবসায়ীরা অভিযোগ করছেন, তাকে মারধর করা হয়েছে, সে জন্য তাঁর মৃত্যু হয়েছে। তবে বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল গনি সাবু বলেন, ঘটনাটি আমরা তদন্ত করছি। এখনো কাউকে আটক করা যায়নি। এই ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
রাজধানীর নীলক্ষেতের একটি মার্কেটের মসজিদের ভেতরে তাবলীগ জামাতের সাদ ও জুবায়ের পন্থী দুই গ্রুপের মারামারির ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম শামসুল হক (৫৫)।
আজ বুধবার আসরের নামাজের পর নীলক্ষেত জিলানী মার্কেটের ৩য় তলার পাঞ্জেগানা মসজিদে এই মারামারির ঘটনা ঘটে। অচেতন অবস্থায় শামসুল হককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, শামসুলের বাসা হাজারীবাগ ৮ নম্বর কুলাল মহল লেনে। জিলানী মার্কেটের ২য় তলায় ‘জীবন সাথী’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার। ১ বছর আগে একবার স্ট্রোক করেছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শী গোলাম সাব্বির এরশাদ জানান, মৃত শামসুল হকসহ তারা সাদপন্থী। সপ্তাহে বুধবার তারা সাদপন্থীরা আসরের নামাজের পর মসজিদের ভেতর ধর্মীয় বয়ান করেন। আজ ১০-১২ জন সাদপন্থী সেই বয়ানে অংশ নেন। তখন যুবায়ের পন্থী আনোয়ার হাওলাদার (৪০) তাদেরকে খারাপ ভাষায় শাসিয়ে মসজিদ থেকে বের হয়ে যেতে বলেন। গোলাম সাব্বির এরশাদ প্রতিবাদ করায় আনোয়ার তাঁর পাঞ্জাবির কলার ধরে টেনে মসজিদের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন আনোয়ারকে বাধা দেন শামসুল হক। ক্ষিপ্ত হয়ে তার বুকে কিলঘুষি মারের আনোয়ার। এতে মসজিদের ভেতরই অচেতন হয়ে পড়েন শামসুল। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারি ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, অচেতন অবস্থায় তাকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবার ও পরিচিত ব্যবসায়ীরা অভিযোগ করছেন, তাকে মারধর করা হয়েছে, সে জন্য তাঁর মৃত্যু হয়েছে। তবে বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল গনি সাবু বলেন, ঘটনাটি আমরা তদন্ত করছি। এখনো কাউকে আটক করা যায়নি। এই ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
যশোরের কেশবপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ভূগর্ভস্থ পানি তুলে মাছের ঘেরগুলো পূর্ণ করা হচ্ছে। এতে করে আসন্ন বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির কারণে এলাকায় ফের বন্যাসহ ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী বলছেন, এখন ভূগর্ভস্থ পানি তুলে ঘের ভর্তি করে রাখায় বর্ষার পানি ধারণের জায়গা
১৯ মিনিট আগেইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে সড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি চলছে। এতে করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক নগর ভবন সংলগ্ন গুলিস্তান-বঙ্গবাজার সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
১৯ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়ক পার হওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় আবুল হোসেন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই পথচারী গুরুতর আহত হয়েছেন।
২২ মিনিট আগেমানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে বিশাল আকারের চিতল মাছ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের সেলিমপুর থেকে হরিনা ঘাটের মাঝামাঝি এলাকায় মাছটি ধরা পড়ে।
৩৮ মিনিট আগে