Ajker Patrika

সাংবাদিকদের আবারও সতর্ক করলেন হাইকোর্ট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ২০: ০২
সাংবাদিকদের আবারও সতর্ক করলেন হাইকোর্ট 

সত্য ও প্রকৃত চিত্র তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করতে সাংবাদিকদের আবারও সতর্ক করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ ‘ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ও সম্পাদককে ডেকে সতর্ক করেন।

এর আগে ‘সালাম মোর্শেদী জালিয়াতি করে বাড়ি দখল করেছেন’–এমন প্রতিবেদন প্রকাশ হলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন গত ১ ডিসেম্বর বিষয়টি আদালতদের নজরে আনেন। তিনি বলেন, গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রচার হলে এখানে শুনানির কি প্রয়োজন আছে। তারাই তো রায় দিয়ে ফেলেছেন যে, জালিয়াতি হয়েছে। ওই সময় আদালত বলেন, আমরা নথি দেখে আদেশ দেব, প্রতিবেদন দেখে নয়। পরে মামলা প্রভাবিত হয় এমন বিষয়ে প্রতিবেদন প্রকাশ না করতে সতর্ক করেন হাইকোর্ট।

এদিকে ‘ইসলামী ব্যাংকের ঋণে অনিয়ম, রিট করার পরামর্শ হাইকোর্টের’ এমন শিরোনামে সংবাদ প্রকাশ হয় সম্প্রতি। এতে আইন, আদালত ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ও সম্পাদককে ডেকে সতর্ক করেন হাইকোর্ট। রোববার আদালত বলেন, গণমাধ্যমে এসেছে আমরা নাকি রিট করতে পরামর্শ দিয়েছি। আমরা কোনো কনসালটেন্সি ফার্ম (পরামর্শক সংস্থা) নই, যে কাউকে পরামর্শ দিব।

সাংবাদিকদের উদ্দেশ্য করে আদালত বলেন, আপনারা সঠিক তথ্য তুলে ধরবেন। প্রয়োজনে আদালত সংশ্লিষ্ট আইনজীবীদের বক্তব্য নেবেন। আমরা কোনো পক্ষে না। আমরা দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে। আদালত রিপোর্টের ক্ষেত্রে আইনগত জ্ঞান থাকা দরকার। আদালতের ভাষা বুঝতে হবে। এ ছাড়া ভবিষ্যতে রিপোর্ট করার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়।

‘ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ সরকার আদালতে উপস্থিত হয়ে বিষয়টির জন্য সবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ভবিষ্যতে আমরা আরও সতর্ক থাকব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত