ঢামেক প্রতিবেদক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে যমজ নবজাতকের একজন চুরি হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার শাহবাগ থানায় মামলা করেন শিশুর বাবা।
আজ বুধবার হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, নবজাতকের মা সুখী বেগম আরেকটি বাচ্চাকে নিয়ে বেডে শুয়ে আছেন। আরেকটি বাচ্চার কথা জিজ্ঞাসা করতেই কান্না করে দেন।
কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার বাচ্চা হারিয়ে গেছে। আমার স্বামী ও স্বজনেরা আমাকে জানায়নি। ওয়ার্ডে অন্য লোকদের মুখে জানতে পারি আমার একটি বাচ্চাকে চুরি করে নিয়ে গেছে। এত কষ্ট করে দুটি বাচ্চাকে ৯ মাস পেটে রেখেছি। এখন জন্মের পর যদি একজন মা জানতে পারে একটি বাচ্চা চুরি হয়েছে, তখন তার কেমন লাগে আপনারাই বলেন। গতকাল দুপুরে বাচ্চা হারানোর কথা জানতে পেরে আমার স্বামীকে শুধু বলি কেন আমার বাচ্চাকে অন্যের কোলে দিছে। এখন আমার বুকের ধনকে কে এনে দেবে?’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান জানান, ঢাকা মেডিকেল হাসপাতালের ওয়ার্ড থেকে বাচ্চা চুরির ঘটনায় একটি মামলা হয়েছে। সিসি টিভির ফুটেজ দেখে ওই নারীকে শনাক্ত করা গেছে। এ বিষয় নিয়ে একাধিক টিম কাজ করছে।
তিনি আরও বলেন, ওই নারী অনেক আগে থেকেই হাসপাতালে অবস্থান করছিলেন এবং গাইনি ওয়ার্ডে নবজাতকের স্বজনদের সঙ্গে সখ্য গড়ে তোলেন। সুযোগ বুঝে নবজাতকটিকে নিয়ে চলে যান।
সিসি টিভির ফুটেজে দেখা যায়, কালো রঙের বোরকা ও কমলা রঙের ওড়না পরিহিত এক নারী নবজাতকের দাদির সঙ্গে সখ্য গড়ে তোলে। পরে ভূমিষ্ঠ হওয়া যমজ নবজাতকের একজনকে কোলে নিয়ে দায়িত্বরত আনসার সদস্যদের একটি কাগজ দেখিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান।
নবজাতকের বাবা শরিফুল ইসলাম জানান, তাঁদের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার আদাবাড়িয়া গ্রামে। সেখানে তাঁর বড় স্ত্রী ও দুই সন্তান রয়েছে। সুখী তাঁর দ্বিতীয় স্ত্রী। সুখীরও এটা দ্বিতীয় বিয়ে। আগের ঘরে এক ছেলেসন্তান রয়েছে। এই ছেলেকে নিয়ে পাঁচ–ছয় বছর আগে সুখীকে বিয়ে করেন এবং ঢাকার ধামরাই কালামপুর এলাকায় থাকেন। সেখানেই তিনি দিনমজুরের কাজ করেন।
শরিফুল আরও জানান, তাঁর স্ত্রী সুখী বেগমের (২৫) গত সোমবার রাতে প্রসব বেদনা শুরু হয়। তাঁকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে সিজারের মাধ্যমে সুখী দুটি যমজ মেয়েসন্তান জন্ম দেন। নবজাতকের দাদি হাসিনা বেগম ছিলেন সঙ্গে।
শরিফুল বলেন, ‘যমজ বাচ্চা হওয়ার পর চিকিৎসকেরা জানান, বাচ্চা দুটির এনআইসিইউয়ের প্রয়োজন। তখন থেকেই ওই নারী আমাদের সঙ্গে কথা বলতে শুরু করে। আমার বাচ্চাকে কোলে নিয়ে পাশেই ২১১ নম্বর কক্ষে নিয়ে যায়। বাচ্চার দাদি বৃদ্ধ হওয়ায় অনেক কিছুই বোঝো না। তখন ওই মহিলা বাচ্চার দাদির সঙ্গে সখ্য গড়ে তোলে এবং তাকে বিভিন্ন বিষয়ে সাহায্য করে। দুপুরে আমি একটি ওষুধ আনতে নিচে যাই। সেখান থেকে ফিরে এসে দেখি ওই মহিলা ওয়ার্ডে নাই এবং আমার বাচ্চাটিও নাই।’
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে যমজ নবজাতকের একজন চুরি হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার শাহবাগ থানায় মামলা করেন শিশুর বাবা।
আজ বুধবার হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, নবজাতকের মা সুখী বেগম আরেকটি বাচ্চাকে নিয়ে বেডে শুয়ে আছেন। আরেকটি বাচ্চার কথা জিজ্ঞাসা করতেই কান্না করে দেন।
কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার বাচ্চা হারিয়ে গেছে। আমার স্বামী ও স্বজনেরা আমাকে জানায়নি। ওয়ার্ডে অন্য লোকদের মুখে জানতে পারি আমার একটি বাচ্চাকে চুরি করে নিয়ে গেছে। এত কষ্ট করে দুটি বাচ্চাকে ৯ মাস পেটে রেখেছি। এখন জন্মের পর যদি একজন মা জানতে পারে একটি বাচ্চা চুরি হয়েছে, তখন তার কেমন লাগে আপনারাই বলেন। গতকাল দুপুরে বাচ্চা হারানোর কথা জানতে পেরে আমার স্বামীকে শুধু বলি কেন আমার বাচ্চাকে অন্যের কোলে দিছে। এখন আমার বুকের ধনকে কে এনে দেবে?’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান জানান, ঢাকা মেডিকেল হাসপাতালের ওয়ার্ড থেকে বাচ্চা চুরির ঘটনায় একটি মামলা হয়েছে। সিসি টিভির ফুটেজ দেখে ওই নারীকে শনাক্ত করা গেছে। এ বিষয় নিয়ে একাধিক টিম কাজ করছে।
তিনি আরও বলেন, ওই নারী অনেক আগে থেকেই হাসপাতালে অবস্থান করছিলেন এবং গাইনি ওয়ার্ডে নবজাতকের স্বজনদের সঙ্গে সখ্য গড়ে তোলেন। সুযোগ বুঝে নবজাতকটিকে নিয়ে চলে যান।
সিসি টিভির ফুটেজে দেখা যায়, কালো রঙের বোরকা ও কমলা রঙের ওড়না পরিহিত এক নারী নবজাতকের দাদির সঙ্গে সখ্য গড়ে তোলে। পরে ভূমিষ্ঠ হওয়া যমজ নবজাতকের একজনকে কোলে নিয়ে দায়িত্বরত আনসার সদস্যদের একটি কাগজ দেখিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান।
নবজাতকের বাবা শরিফুল ইসলাম জানান, তাঁদের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার আদাবাড়িয়া গ্রামে। সেখানে তাঁর বড় স্ত্রী ও দুই সন্তান রয়েছে। সুখী তাঁর দ্বিতীয় স্ত্রী। সুখীরও এটা দ্বিতীয় বিয়ে। আগের ঘরে এক ছেলেসন্তান রয়েছে। এই ছেলেকে নিয়ে পাঁচ–ছয় বছর আগে সুখীকে বিয়ে করেন এবং ঢাকার ধামরাই কালামপুর এলাকায় থাকেন। সেখানেই তিনি দিনমজুরের কাজ করেন।
শরিফুল আরও জানান, তাঁর স্ত্রী সুখী বেগমের (২৫) গত সোমবার রাতে প্রসব বেদনা শুরু হয়। তাঁকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে সিজারের মাধ্যমে সুখী দুটি যমজ মেয়েসন্তান জন্ম দেন। নবজাতকের দাদি হাসিনা বেগম ছিলেন সঙ্গে।
শরিফুল বলেন, ‘যমজ বাচ্চা হওয়ার পর চিকিৎসকেরা জানান, বাচ্চা দুটির এনআইসিইউয়ের প্রয়োজন। তখন থেকেই ওই নারী আমাদের সঙ্গে কথা বলতে শুরু করে। আমার বাচ্চাকে কোলে নিয়ে পাশেই ২১১ নম্বর কক্ষে নিয়ে যায়। বাচ্চার দাদি বৃদ্ধ হওয়ায় অনেক কিছুই বোঝো না। তখন ওই মহিলা বাচ্চার দাদির সঙ্গে সখ্য গড়ে তোলে এবং তাকে বিভিন্ন বিষয়ে সাহায্য করে। দুপুরে আমি একটি ওষুধ আনতে নিচে যাই। সেখান থেকে ফিরে এসে দেখি ওই মহিলা ওয়ার্ডে নাই এবং আমার বাচ্চাটিও নাই।’
বগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৫ মিনিট আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
১১ মিনিট আগেচকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
১৬ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১৯ মিনিট আগে