Ajker Patrika

রূপগঞ্জে যমুনা টেলিভিশনের গাড়িতে হামলা, সাংবাদিককে মারধর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রূপগঞ্জে যমুনা টেলিভিশনের গাড়িতে হামলা, সাংবাদিককে মারধর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন ব্রিজ এলাকায় যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল আমিন হকের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় ভিডিও জার্নালিস্ট আহসান উল্লাহ খন্দকারকে আঘাত করে তাঁরা। আজ শনিবার বিকেলে রূপগঞ্জ কাঞ্চন ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। 

হামলার শিকার আল আমিন হক জানান, বাণিজ্য মেলার সংবাদ সংগ্রহ করে অফিসে ফেরার সময় রূপগঞ্জ ব্রিজের নিচে তীব্র যানজটের মধ্যে তাঁদের গাড়িতে হামলা করেন দুর্বৃত্ত আসলাম। পরে যমুনা টেলিভিশনের ক্যামেরাও ভাঙচুর চালানোর চেষ্টা করা হয়। প্রতিবাদ করলে আরও কয়েকজন সহযোগী ডেকে আনে অভিযুক্ত হামলাকারী আসলাম। পরে সহযোগীরা মিলে যমুনা টেলিভিশনের রিপোর্টার আল আমিন হককে মেরে রক্তাক্ত করে। কয়েক দফায় হামলা করে ক্যামেরা ও ভিডিও জার্নালিস্টের ওপর। 

তিনি বলেন, আমার ওপরে হামলার ঘটনার বিষয়টি রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানান হয়েছে। এ বিষয়ে মামলা করব। 
 
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম ছায়েদ আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় এসে অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

তিনি বলেন, হামলাকরী এলাকার স্থানীয় কেউ না বলে জানতে পরেছি। ওই হামলাকারী মেলায় ঘুরতে আসে। ভুক্তভোগী থানায় আসলে বোঝা যাবে, কি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত