উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর দক্ষিণখানে মাত্র এক দিনের ব্যবধানে পৃথক দুটি ঘটনায় দুই নারী তাঁদের স্বামীর হাতে খুন হয়েছেন। আজ বুধবার দুপুরে আশকোনা পানির পাম্পসংলগ্ন সড়কে শিমা আক্তার (৩৯) নামের এক নারীকে তাঁর স্বামী দুলন মিয়া (৪২) গলা কেটে হত্যা করার পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। এর আগের দিন গতকার মঙ্গলবার একই এলাকায় শিল্পী আক্তার (২৩) নামের এক গার্মেন্টস শ্রমিককেও তাঁর স্বামী গলা কেটে হত্যা করেন।
আজ দুপুরে হত্যাকাণ্ডের খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় পুলিশ দুলন মিয়াকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে।
নিহত শিমা আক্তার কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পুকুরপাড়া গ্রামের হাফিজ মিয়ার মেয়ে। তিনি পেশায় গৃহকর্মী ছিলেন। গ্রেপ্তার হওয়া দুলন মিয়া একই উপজেলার কবি খান্দান গ্রামের ফতু মিয়ার ছেলে এবং পেশায় সবজি ব্যবসায়ী। তাঁরা বর্তমানে দক্ষিণখানের আশকোনা পানির পাম্প এলাকার আনোয়ার হোসেনের ভাড়া বাড়িতে থাকতেন।
নিহত শিমা আক্তারের ছোট ভাই মাহফুজ মিয়া জানান, ‘পরিবারে ঝামেলা থাকতেই পারে। আমি বাসা থেকে বাজারে গিয়েছিলাম বাজার করার জন্য। পরে আমার বোন যে বাসায় কাজ করে, সেখানে যাচ্ছিল। যাওয়ার পথে রাস্তায় দুলন মিয়া আমার বোনকে পেছন দিক থেকে ছুরি দিয়ে আঘাত করে। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে ডিএমপির দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান মির্জা জানান, স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যার পর দুলন মিয়া বিষ পান করেছিলেন। পরে তাঁকে গ্রেপ্তার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর জ্ঞান ফিরেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাস্থলে থাকা দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।
মাত্র দুদিনের ব্যবধানে একই এলাকায় দুটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রাজধানীর দক্ষিণখানে মাত্র এক দিনের ব্যবধানে পৃথক দুটি ঘটনায় দুই নারী তাঁদের স্বামীর হাতে খুন হয়েছেন। আজ বুধবার দুপুরে আশকোনা পানির পাম্পসংলগ্ন সড়কে শিমা আক্তার (৩৯) নামের এক নারীকে তাঁর স্বামী দুলন মিয়া (৪২) গলা কেটে হত্যা করার পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। এর আগের দিন গতকার মঙ্গলবার একই এলাকায় শিল্পী আক্তার (২৩) নামের এক গার্মেন্টস শ্রমিককেও তাঁর স্বামী গলা কেটে হত্যা করেন।
আজ দুপুরে হত্যাকাণ্ডের খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় পুলিশ দুলন মিয়াকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে।
নিহত শিমা আক্তার কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পুকুরপাড়া গ্রামের হাফিজ মিয়ার মেয়ে। তিনি পেশায় গৃহকর্মী ছিলেন। গ্রেপ্তার হওয়া দুলন মিয়া একই উপজেলার কবি খান্দান গ্রামের ফতু মিয়ার ছেলে এবং পেশায় সবজি ব্যবসায়ী। তাঁরা বর্তমানে দক্ষিণখানের আশকোনা পানির পাম্প এলাকার আনোয়ার হোসেনের ভাড়া বাড়িতে থাকতেন।
নিহত শিমা আক্তারের ছোট ভাই মাহফুজ মিয়া জানান, ‘পরিবারে ঝামেলা থাকতেই পারে। আমি বাসা থেকে বাজারে গিয়েছিলাম বাজার করার জন্য। পরে আমার বোন যে বাসায় কাজ করে, সেখানে যাচ্ছিল। যাওয়ার পথে রাস্তায় দুলন মিয়া আমার বোনকে পেছন দিক থেকে ছুরি দিয়ে আঘাত করে। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে ডিএমপির দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান মির্জা জানান, স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যার পর দুলন মিয়া বিষ পান করেছিলেন। পরে তাঁকে গ্রেপ্তার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর জ্ঞান ফিরেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাস্থলে থাকা দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।
মাত্র দুদিনের ব্যবধানে একই এলাকায় দুটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
২ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
৩৯ মিনিট আগেসোনারগাঁয়ে খেলতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজের ২০ ঘণ্টা পর রিজভী (৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে