Ajker Patrika

তেজগাঁওয়ে রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

আজকের পত্রিকা ডেস্ক­
তেজগাঁওয়ে রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। ছবি: আজকের পত্রিকা
তেজগাঁওয়ে রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে রাজধানীর তেজগাঁওয়ে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। আজ মঙ্গলবার দুপুর বারোটার দিকে তেজগাঁও রেলওয়ে স্টেশনের আগে তেজগাঁও-ফার্মগেট রেলগেট এলাকায় এই অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ।

সরেজমিনে দেখা যায়, একটি এক্সক্যাভেটর নিয়ে অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন মাহমুদ। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিল রেলওয়ের অন্যান্য বিভাগের কর্মচারী, রেলওয়ে পুলিশ ও তেজগাঁও থানা-পুলিশ।

বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা গত ১০ ডিসেম্বর মধ্যে নিজ দায়িত্বে অপসারণের জন্য দখলদারদের উদ্দেশ্যে গত ৫ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয় গণবিজ্ঞপ্তি জারি করে। পরে ১১ ডিসেম্বর থেকে বাংলাদেশ রেলওয়ে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে অবৈধ দখলে থাকা বিপুল পরিমাণ জমি উদ্ধার করে।

এর আগে, গত ৬ জানুয়ারি মালিবাগে পরিচালিত অভিযানের মাধ্যমে রাজধানী ঢাকায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়। ঢাকাসহ সারা দেশে অবৈধ দখলে থাকা রেলের সকল জমি উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে রেলওয়ের পক্ষ থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শুটিং স্পটে মডেলকে দলবদ্ধ ধর্ষণ, পরিচালকসহ ৩ জনের নামে মামলা

পাঁচ দিন পর উদ্ধার বৈষম্যবিরোধী নেতা মামুন, হাসপাতালে ভর্তি

জাতিসংঘে ইসরায়েলকে তুলোধুনো করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট, মাথায় চুমু দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

টনি ব্লেয়ারের নেতৃত্বেই হতে পারে গাজার অন্তর্বর্তী কর্তৃপক্ষ, কিন্তু তিনিই কেন

ট্রেনের নিচে ছেলের আত্মাহুতি, ঋণ নিয়ে অকূল পাথারে মা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত