নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামকে আরও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম তাহমিনা হক গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সকালে কারাগার থেকে মাজহারুল ইসলামকে আদালতে হাজির করা হয়। যাত্রাবাড়ী থানায় দায়ের করা গাড়িচালক শাহীন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই মাহমুদুল হাসান। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন, মাজহারুল ইসলাম এই মামলার এজাহারনামীয় ১২ নম্বর আসামি। তাঁকে গ্রেপ্তার দেখানোর প্রয়োজন।
গত ৭ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন নিহত গাড়িচালক শাহিনের স্ত্রী স্বপ্না বেগম। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৭ জনকে আসামি করা হয়।
মামলায় বলা হয়েছে, নিহত গাড়িচালক শাহীন স্ত্রী, ছেলে-মেয়েসহ যাত্রাবাড়ী এলাকায় থাকেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লংমার্চ ঢাকা কর্মসূচিতে অংশ নিতে বেলা ১১টায় শাহীন যাত্রাবাড়ী চৌরাস্তায় অবস্থান করেন। সন্ধ্যা ৭টার দিকে সেখানে গুলিবিদ্ধ হন শাহীন। ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।
মামলায় অভিযোগ করা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতা-কর্মী ও পুলিশ সদস্যরা পরিকল্পনা করে আন্দোলনকারীদের ওপর গুলি বর্ষণ করেন। এতে শত শত লোক আহত ও নিহত হন। তাঁর স্বামীও নিহত হন।
উল্লেখ্য, মাজহারুল ইসলামকে গত ১৭ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ির বিশেষায়িত ট্রেনিং সেন্টার থেকে আটক করা হয়। পরে ঢাকায় নিয়ে আসা হয়। গত ২৯ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার মাদ্রাসাশিক্ষার্থী আরিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার আদালতে হাজির করা হয়। ওই মামলায় তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে গত ২৫ সেপ্টেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়।
যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামকে আরও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম তাহমিনা হক গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সকালে কারাগার থেকে মাজহারুল ইসলামকে আদালতে হাজির করা হয়। যাত্রাবাড়ী থানায় দায়ের করা গাড়িচালক শাহীন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই মাহমুদুল হাসান। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন, মাজহারুল ইসলাম এই মামলার এজাহারনামীয় ১২ নম্বর আসামি। তাঁকে গ্রেপ্তার দেখানোর প্রয়োজন।
গত ৭ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন নিহত গাড়িচালক শাহিনের স্ত্রী স্বপ্না বেগম। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৭ জনকে আসামি করা হয়।
মামলায় বলা হয়েছে, নিহত গাড়িচালক শাহীন স্ত্রী, ছেলে-মেয়েসহ যাত্রাবাড়ী এলাকায় থাকেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লংমার্চ ঢাকা কর্মসূচিতে অংশ নিতে বেলা ১১টায় শাহীন যাত্রাবাড়ী চৌরাস্তায় অবস্থান করেন। সন্ধ্যা ৭টার দিকে সেখানে গুলিবিদ্ধ হন শাহীন। ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।
মামলায় অভিযোগ করা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতা-কর্মী ও পুলিশ সদস্যরা পরিকল্পনা করে আন্দোলনকারীদের ওপর গুলি বর্ষণ করেন। এতে শত শত লোক আহত ও নিহত হন। তাঁর স্বামীও নিহত হন।
উল্লেখ্য, মাজহারুল ইসলামকে গত ১৭ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ির বিশেষায়িত ট্রেনিং সেন্টার থেকে আটক করা হয়। পরে ঢাকায় নিয়ে আসা হয়। গত ২৯ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার মাদ্রাসাশিক্ষার্থী আরিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার আদালতে হাজির করা হয়। ওই মামলায় তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে গত ২৫ সেপ্টেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগরী, বড় সরদার বাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১০ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগেএ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার চর শিবপুর এলাকার রুবেল মিয়ার মেয়ে সোহাগী (১৮), কালু মিয়ার স্ত্রী রাবেয়া (৫০) ও একই জেলার নবীনগর থানার আলিয়াবাগ এলাকার মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (১০)।
১ ঘণ্টা আগে