Ajker Patrika

আইনি প্রক্রিয়া অব্যাহত থাকুক, তবে সবাই যেন শান্তিতে থাকতে পারি: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১৬: ৪৬
আইনি প্রক্রিয়া অব্যাহত থাকুক, তবে সবাই যেন শান্তিতে থাকতে পারি: ড. ইউনূস

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘নানা রকমের আইনগত বিষয়ে আমাদের সময় দিতে হয়। ব্যস্ত থাকতে হয়। এতে আমাদের ক্ষতি, সবারই ক্ষতি। তবে আইনের প্রক্রিয়া অব্যাহত থাকুক, এর মধ্যে আমরা যেন সবাই শান্তিতে থাকতে পারি।’ 

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কাকরাইলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এসব কথা বলেন তিনি। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় শ্রম আপিল ট্রাইব্যুনাল জামিনের মেয়াদ বাড়ানোর পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। 

ড. ইউনূস বলেন, ‘আমি সবাইকে ধন্যবাদ জানাই, যাতে সুন্দরভাবে কাজগুলো সম্পন্ন হয়। আমরা সবাই দেশের মঙ্গল হোক, তা চাই। আমরা কাজে নিয়োজিত থাকতে চাই।’ 

বিভিন্ন মামলায় বারবার আদালতে আসতে হচ্ছে, এমন এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘এতে সময় যাচ্ছে। এতে আমাদের সবাইকে ব্যস্ত থাকতে হচ্ছে, যে সময় আমরা অন্য কাজগুলো করতে পারতাম। এখন আমাদের সময় এসেছে, বহু কাজ করার সময় এসেছে, কাজের প্রয়োজন আছে, এখানে যদি আমরা নিজেদের নিয়োজিত করতে পারতাম। এই সময়ে এগুলো আমাদের মনে কষ্ট দেয়, কাজে বাধা দেয়।’ 

এর আগে শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসসহ চারজনের জামিনের মেয়াদ বৃদ্ধি করে শ্রম আপিল ট্রাইব্যুনাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত