Ajker Patrika

বুয়েটের দুই ছাত্র-ছাত্রী পুড়ে মরল বেইলি রোডের আগুনে

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৪: ৪১
বুয়েটের দুই ছাত্র-ছাত্রী পুড়ে মরল বেইলি রোডের আগুনে

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুই শিক্ষার্থী রয়েছেন। তাঁরা হলেন তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী নাহিয়ান আমিন এবং একই ব্যাচের যন্ত্রকৌশল বিভাগের লামিশা ইসলাম। গতকাল বৃহস্পতিবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আজ শুক্রবার সকালে বুয়েটের দুই শিক্ষার্থীর লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে আজ ভোর ৫টা ৩০ মিনিটে বুয়েটের কেন্দ্রীয় মসজিদের সামনে নাহিয়ান আমিনের জানাজা অনুষ্ঠিত হয়। বুয়েট ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ‘বেইলি রোডে বহুতল ভবনে আগুনে আমাদের দুজন শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। সার্বিক বিষয়ে আমরা সার্বক্ষণিক খোঁজ রাখছি। দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নাহিয়ান আমিনের বন্ধু তাসমিনুল ফেসবুকে লিখেছেন, ‘বিশ্বাস করতে পারছি না। আসলে আমি বিশ্বাস করতে চাইছি না, আমার প্রাণের বন্ধু আমিন আর নেই।’

নিহত লামিশার বন্ধু ইফরাত জাহান প্রভা লেখেন, ‘কেন এটা লামিশাকেই হতে হলো? ভালো মানুষগুলোর সঙ্গেই কেন এমন হয়? ওর মিষ্টি হাসি, কাজের প্রতি নিবেদন, সরলতা সবই ভাবাচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে বলেন, বুয়েটের দুজন শিক্ষার্থীর পরিবারের লোকজন এসেছিলেন। তাঁদের কাছে সকালে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত