Ajker Patrika

কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাকসহ দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাকসহ দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (চলতি দায়িত্ব) কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাক ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়েরের ভায়রা খন্দকার আব্দুল কাইয়ুমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ মে) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নিষেধাজ্ঞা জারি করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের পরিচালক মো. মনজুর আলম দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, মেজর জেনারেল টি এম জোবায়ের দায়িত্ব পালনকালে মোটা অঙ্কের ঘুষ গ্রহণ করে চাকরি প্রদান এবং ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজে এবং পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জন করেছেন। অবৈধ সম্পদ অর্জনের দ্বারা তিনি লন্ডনে ২৯ লাখ ৪৫ হাজার পাউন্ডে বাড়ি কিনেছেন। অর্থ পাচারের মাধ্যমে এই বাড়ি কেনার বিষয়টি এবং অবৈধ সম্পদ অর্জনের বিষয় দুদক অনুসন্ধান করছে।

অনুসন্ধানকালে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য আবু সাঈদ মো. মুস্তাক ও জোবায়েরের ভায়রা আব্দুল কাইয়ুম সাবেক সেনা কর্মকর্তা জোবায়েরের অবৈধভাবে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর ও বিক্রির চেষ্টা করছেন। এই বিষয়টিও দুদক অনুসন্ধান করছে। এ কারণে এই দুজনের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত