ঢামেক প্রতিবেদক
ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দী আবুল বাশার (৩৬) নামে এক হাজতি মারা গেছেন। তিনি ওয়ার্ড বিএনপির নেতা ছিলেন বলে দাবি পরিবারের।
আজ সোমবার বেলা আড়াইটার দিকে ওই বন্দীকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
হাসপাতালে দায়িত্বরত কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, কারাগারে ওই আসামি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় কারা চিকিৎসকের পরামর্শে তাঁকে ঢাকা হাসপাতালে নিয়ে আসা হলে। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তার হাজতি নম্বর ৩৩৮০৫/২৩।
আবুল বাশার কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার অষ্ট গড়িয়া নয়াপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। তিনি মালিবাগ বাগানবাড়ি এলাকায় স্ত্রী সোমা আক্তার, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন।
মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে আসেন বাশারের ভাই মো. শাহ আলম। তিনি বলেন, ‘বাশার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন এবং পশ্চিম মালিবাগ ইউনিটের সাধারণ সম্পাদক ছিলেন। সমাবেশের আগে গত ২৬ জুলাই মালিবাগের সাফেনা হাসপাতালের সামনে থেকে পুলিশ তাঁকে ধরে নিয়ে যায়। আজ আমরা জানতে পারি আমার ভাইকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। পরে হাসপাতালে এসে ভাইয়ের মৃতদেহ দেখতে পাই।’
ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দী আবুল বাশার (৩৬) নামে এক হাজতি মারা গেছেন। তিনি ওয়ার্ড বিএনপির নেতা ছিলেন বলে দাবি পরিবারের।
আজ সোমবার বেলা আড়াইটার দিকে ওই বন্দীকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
হাসপাতালে দায়িত্বরত কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, কারাগারে ওই আসামি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় কারা চিকিৎসকের পরামর্শে তাঁকে ঢাকা হাসপাতালে নিয়ে আসা হলে। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তার হাজতি নম্বর ৩৩৮০৫/২৩।
আবুল বাশার কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার অষ্ট গড়িয়া নয়াপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। তিনি মালিবাগ বাগানবাড়ি এলাকায় স্ত্রী সোমা আক্তার, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন।
মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে আসেন বাশারের ভাই মো. শাহ আলম। তিনি বলেন, ‘বাশার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন এবং পশ্চিম মালিবাগ ইউনিটের সাধারণ সম্পাদক ছিলেন। সমাবেশের আগে গত ২৬ জুলাই মালিবাগের সাফেনা হাসপাতালের সামনে থেকে পুলিশ তাঁকে ধরে নিয়ে যায়। আজ আমরা জানতে পারি আমার ভাইকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। পরে হাসপাতালে এসে ভাইয়ের মৃতদেহ দেখতে পাই।’
রাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৬ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেচট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের বিরুদ্ধে নিজ ক্ষমতার বাইরে গিয়ে এবং সরকারি নীতিমালার তোয়াক্কা না করে সরকারি খাস জায়গা পাঁচ বছরের জন্য বন্দোবস্ত দিয়েছেন। ১০০ টাকার স্ট্যাম্পে একটি অস্থায়ী ভাড়ানামা চুক্তিপত্র সম্পাদনের মাধ্যমে সরকারি এই জায়গা দেওয়া হয়েছে।
২৭ মিনিট আগেযশোরে সাম্প্রতিক সময়ে খুনাখুনির পাশাপাশি চুরি-ছিনতাই বেড়ে গেছে। এমনকি প্রকাশ্যে দিনদুপুরে ঘটছে খুনের ঘটনা। সর্বশেষ এক দিনের ব্যবধানে দুটি হত্যাকাণ্ড ঘটে গেছে। এ নিয়ে গত মে থেকে ১৩ আগস্ট পর্যন্ত প্রায় সাড়ে ৩ মাসে ২৩ জন হত্যার শিকার হয়েছেন। এ ছাড়া রাত নামলেই ছিনতাই ও চুরি হচ্ছে অহরহ।
১ ঘণ্টা আগে